বৈদ্যবাটি, 4 জুলাই : বৈদ্যবাটিতে তৃণমূলের এক রক্তদান শিবিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির তীব্র সমালোচনা করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ফরাসি সরকারের রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে তদন্তের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এবার শুধু দেখতে থাকুন না । এর আগেও কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে । যত রকমের কেলেঙ্কারি এর জন্য বিজেপি মাস্টারমাইন্ড । দুর্নীতিগ্রস্ত এই কেন্দ্রীয় সরকার ।’’
প্রধানমন্ত্রীর দাড়ি নিয়ে কটাক্ষ করে কল্যাণ বলেন, ‘‘মোদির যত দাড়ি বাড়ছে তত ওঁর অপদার্থতা আর দুর্নীতিও বাড়ছে । আমরা আবেদন করব, ফরাসি সরকারের কাছে তারা তদন্ত করুক । যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক । আরও অনেক দুর্নীতি আছে ৷ এটা আমরা অনেক আগেই বলেছিলাম ।’’
তাঁর দাবি, 2024-এ নরেন্দ্র মোদি সরকার থাকবে না । সিবিআইও বাঁচাতে পারবে না ওদের । এর আগে বিধানসভায় বিজেপি বিধায়কদের চিৎকারে রাজ্যপালের ভাষণ বন্ধ করে দেওয়ার ঘটনায় স্পিকারের কাছে বিজেপি বিধায়কদের তিরস্কারের আবেদন করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ।
আরও পড়ুন...তেলের দাম নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্য আগে সেস কমাক : লকেট