পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaustav Bagchi Arrest: 'বাংলায় শাসকের আইন চলছে', কৌস্তভ ইস্যুতে মন্তব্য বিজেপি সাংসদের - হুগলি

কৌস্তভ বাগচীর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময় সিং মাহাত (Jyotirmoy Singh Mahato Condemn Kaustav Bagchi Arrest) ৷ হুগলিতে এসে কী বললেন তিনি ?

Jyotirmoy Singh Mahato Condemn Kaustav Bagchi Arrest during his Hooghly Visit
কৌস্তভ ইস্যুতে রাজ্যের সমালোচনা করলেন জ্যোতির্ময়

By

Published : Mar 4, 2023, 8:27 PM IST

দলীয় কাজে শনিবার হুগলিতে আসেন বিজেপি সাংসদ

হুগলি, 4 মার্চ: "বাংলায় আইনের শাসন চলছে না, বরং শাসকের আইন চলছে !" শনিবার ভোর রাতে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারি প্রসঙ্গে একথা বললেন বিজেপি নেতা তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত (Jyotirmoy Singh Mahato Condemn Kaustav Bagchi Arrest) ৷ একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে শনিবার হুগলিতে আসেন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "এমন ঘটনা এ রাজ্য়ে নতুন কিছু নয় ৷ আগেও এভাবেই বহু বিজাপিকর্মী এমন ঘটনার শিকার হয়েছেন ৷"

বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির অভিযোগ নতুন কিছু নয় ৷ এমনকী, এই ইস্যুকে সামনে রেখে অসংখ্যবার গেরুয়া শিবিরের নেতা, নেত্রীরা রাজ্য়ে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছেন ৷ এদিকে, সদ্য সাগরদিঘির উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে হার শিকার করতে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ৷ এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধের মধ্য়েই কৌস্তভকে নিয়ে নয়া পর্ব শুরু হয় রাজ্য রাজনীতিতে ৷ শনিবার সকাল থেকেই সংবাদমাধ্যমে ছেয়ে থাকেন তিনি ৷ কৌস্তভের বাড়িতে পুলিশের অভিযান থেকে শুরু করে তাঁর গ্রেফতারি এবং জামিন, সব মিলিয়ে দিনভর জমাটি রাজনৈতিক উপস্থাপনার সাক্ষী থাকে রাজ্যবাসী ৷

স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে শাসক এবং বিরোধী পক্ষের নেতা, নেত্রীদের মতামত জানতে চাওয়া হয় ৷ জ্যোতির্ময়ও তার ব্যতিক্রম নন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতি মেনে কেউ যদি বাংলার শাসকের বিরুদ্ধে মুখ খোলেন, তাহলেও তাঁকে রাজ্য প্রশাসনের কোপে পড়তে হয় ৷ এমন ঘটনা শুধুমাত্র কৌস্তভ বাগচী নয়, বহু বিজেপিকর্মীর সঙ্গেও ঘটেছে বলে দাবি করেন জ্য়োতির্ময় ৷ এমনকী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাওয়ায় বহু বিজেপিকর্মীকে খুন পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি !

আরও পড়ুন:কৌস্তভের গ্রেফতারিতে স্বৈরাচার দেখছে বাম-কংগ্রেস, অন্য গন্ধ পাচ্ছেন দিলীপ !

বিজেপি সাংসদের মতে, কেবলমাত্র বাংলাতেই এমন অরাজকতা হয় ! কারণ, বাংলায় প্রকৃত অর্থে আর গণতন্ত্র বাকি নেই ৷ গণতন্ত্র মেনে প্রতিবাদ করলেই এখানে প্রতিবাদীকে হয় জেলে ঢুকিয়ে দেওয়া হয়, না হলে খুন করা হয় ! এমন পরিস্থিতি কাম্য নয় বলেই মনে করেন সাংসদ ৷ তিনি বলেন, এইসব ঘটনা অত্যন্ত 'দুর্ভাগ্যজনক' ৷

ABOUT THE AUTHOR

...view details