পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিচারাধীন বন্দীর মৃত্যু , চিকিৎসার গাফিলতির অভিযোগ জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে - চন্দননগরে বিচারাধীন বন্দির মৃত্যু

জানা গেছে , হৃদরোগে আক্রান্ত ছিল আলি মোল্লা । গতকাল হঠাৎই চন্দননগর উপ-সংশোধনাগারে অসুস্থ হয়ে যায় সে । চিকিৎসার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । তারপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার ।পরিবারের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে । তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ।

image
মৃত ব্যক্তি

By

Published : Dec 31, 2019, 11:52 PM IST

চন্দননগর,31 ডিসেম্বর : বিচারাধীন বন্দীর মৃত্যু । মৃতের নাম ইসমাইল আলি মোল্লা (59) । হুগলির চন্দননগরের ঘটনা ।

ইসমাইলের বাড়ি সিঙ্গুরের দেয়িরাতে । গত 29 নভেম্বর তার পুত্রবধু মারুফা বেগম আত্মঘাতী হন । আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল । বিচার চলছিল তার । জানা গেছে,হৃদরোগে আক্রান্ত ছিল আলি মোল্লা । গতকাল হঠাৎই চন্দননগর উপ-সংশোধনাগারে অসুস্থ হয়ে যায় সে । চিকিৎসার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । তারপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার । পরিবারের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে । তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ।

মৃতের পরিবারের অভিযোগ, গতকাল বর্ধমান মেডিকেল কলেজে থেকে আলি মোল্লাকে নিয়ে আসার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন । সেই সময় পরিবারের লোকজন তাকে দেখতে গেলে পুলিশ বাধা দেয় । পরে ইসমাইল আরও অসুস্থ বোধ করলে তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার ।

ABOUT THE AUTHOR

...view details