পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা বিধি মেনে মাহেশে জগন্নাথের চন্দন উৎসব, রথের চাকা গড়ানো নিয়ে সংশয় - ২১ দিন ধরে চন্দন উৎসব

জুলাই মাসে রথযাত্রা উৎসব ৷ আগের বছরেও করোনার জন্য পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত জগন্নাথ মন্দির শ্রীরামপুরের মাহেশের রথের চাকা গড়ায়নি ৷ এ বছরও হয়তো দূর থেকেই হবে জগন্নাথ দর্শন ৷

আসন্ন রথ যাত্রা উৎসব
আসন্ন রথ যাত্রা উৎসব

By

Published : May 14, 2021, 4:34 PM IST

ওডিশা (পুরী), 14 মে : 12 জুলাই রথযাত্রা উৎসব । আগের বছরেই শ্রীরামপুর মাহেশের রথের দড়িতে টান পড়েনি । হয়তো এই বছরেও করোনা প্রকোপে বন্ধ থাকবে । কিন্তু যুগ যুগ ধরে চলে আসা রীতিতে ছেদ না পড়লেও মাহেশে ভক্তদের জন্য গর্ভগৃহ বন্ধ, দূর থেকে জগন্নাথ দর্শন । করোনা বিধির নানা নোটিস লাগানো হয়েছে মন্দির চত্বরে।
পুরাণ মতে রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব বলেছিলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সারা অঙ্গে চন্দন লেপন করতে। প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ার দিনই শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ রথের শুভ সূচনা হত । সেই মতো ২১ দিন ধরে চলে চন্দন উৎসব । ৪২ দিন পরে হয় স্নানযাত্রা । তার পরে হয় রথযাত্রা । বলা হয়, এই চন্দন উৎসব থেকেই রথযাত্রার সূচনা হয় । গত বছর প্যানডেমিকের কারণে মাহেশের রথের চাকা গড়ায়নি । এবারও যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভক্তদের জন্য করোনাবিধি

আরো পড়ুন : ভোট দেওয়া মানে কি মৃত্যু? প্রশ্ন রাজ্যপালের


মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী বলেন, "করোনা অতিমারির কারণে মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয়েছে । ভক্তরা আসছেন, তাঁদের করোনা বিধি মেনে দূর থেকে পুজো দিতে বলা হয়েছে । এ বছর ১২ জুলাই রথযাত্রা উৎসব । সেদিন মাহেশের রথের চাকা গড়াবে কি না, তা এখনো ঠিক হয়নি । পরিস্থিতি এবং সরকারি নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।"

ভক্তদের জন্য করোনাবিধি

ABOUT THE AUTHOR

...view details