চন্দননগর, 12 নভেম্বর : দুর্গাপুজো, কালীপুজোর পর এবার শুরু হয়েছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা ৷ আর জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) মানে হুগলির চন্দননগর ৷ প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ আসেন এখানে এই পুজো দেখতে ৷ বিশেষত চন্দননগরের আলোকসজ্জার জন্য এসময় উপচে পড়া ভিড় দেখা যেত, কোভিডকালের আগে ৷
এখন করোনাভাইরাস সংক্রমণ পুরোপুরি চলে না গেলেও, তার রেশ কিছুটা কমেছে ৷ কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার ফলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ৷ তাই এবছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোও ফিরেছে পুরানো ছন্দে ৷ স্টেশন থেকে শুরু করে শহরজুড়ে বিভিন্ন রাস্তা আলোকমালায় সেজে উঠেছে ৷ তাই গতবারের তুলনায় এবছর সপ্তমীতে অন্যরকম ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷
গতকাল সপ্তমীতে বহু মানুষ ট্রেন থেকে নেমে ঠাকুর ও আলোকসজ্জা দেখতে এসেছেন । দর্শনার্থীদের অনেকের মুখে মাস্ক দেখা গেলেও, মাস্ক পরায় অনীহাও চোখে পড়ল ৷ পুজো দেখতে আসা এক দর্শনার্থী জানালেন তিনি হাঁটছিলেন বলে মাস্কটি ব্যাগে রেখেছিলেন এবং তাঁর ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷ আবার আরেক দর্শনার্থী মাস্ক পরা নিয়ে সচেতনতাকে সমর্থন করে বললেন, "মাস্ক পরা, না-পরাটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার ৷ কিন্তু আমি মাস্ক পরেছি, আমার পরিবারের সদস্যরাও মাস্ক পরেছেন ৷"