পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ির ধাক্কায় ফের ক্ষতিগ্রস্ত ঈশ্বরগুপ্ত সেতু - goods carriage car crashed

গঙ্গা পেরোনোর সময় গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । সজোরে ধাক্কা মারে রেলিংয়ে । তাতেই রেলিংয়ের কিছুটা অংশ ভেঙে পড়ে এবং গাড়িটি ওই অবস্থায় ঝুলতে থাকে ।

damaged bridge
damaged bridge

By

Published : Jul 24, 2020, 5:53 PM IST

মগরা, 24 জুলাই : মালবাহী গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ঈশ্বরগুপ্ত সেতু । আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি মালবাহী গাড়ি । গতি বেশি থাকায় ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি । তাতে সেতুর রেলিং ভেঙে ঝুলতে থাকে । পরে মগরা থানার পুলিশ ঘটনাস্থানে এসে গাড়িটি উদ্ধার করে । তবে হতাহতের কোনও খবর নেই ।

তবে রেলিং ভেঙে ক্ষতি হয়েছে সেতুর । হুগলির সঙ্গে নদিয়া ও উত্তর 24 পরগনার সংযোগকারী এই সেতুটি দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় রয়েছে । যার জেরে ভারী যান-চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর দিক থেকে ডেকরেটারের মালপত্র নিয়ে একটি 107 গাড়ি হুগলির মগরার দিকে যাচ্ছিল ।গঙ্গা পেরোনোর সময় গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । সজোরে ধাক্কা মারে রেলিংয়ে । তাতেই রেলিংয়ের কিছুটা অংশ ভেঙে পড়ে এবং গাড়িটি ওই অবস্থায় ঝুলতে থাকে । মগরা থানার পুলিশ ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে । রেলিংয়ের ভাঙা অংশে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেয় পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details