পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam Case: এবার কি তলব শান্তনুর কোম্পানির ডিরেক্টর পুড়শুড়ার রাকেশকে ? - শান্তনু বন্দ্যোপাধ্যায়

এ বার কি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee Latest News) কোম্পানির ডিরেক্টর পুড়শুড়ার রাকেশ মণ্ডলকে তলব করবে ইডি ? এই সম্ভাবনাই জোরালো হয়েছে (Recruitment Scam Case)৷

Santanu Banerjee Rakesh Mandal ETV Bharat
শান্তনু বন্দ্যোপাধ্যায় রাকেশ মণ্ডল

By

Published : Mar 20, 2023, 3:59 PM IST

Updated : Mar 20, 2023, 5:15 PM IST

শান্তনুর কোম্পানির ডিরেক্টর পুড়শুড়ার রাকেশকে নিয়ে দানা বেঁধেছে সন্দেহ

হুগলি, 20 মার্চ:হুগলি জেলার (Hooghly News) প্রাক্তন যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সম্পত্তির হদিশ মেলাতে তাঁর ঘনিষ্ঠদেরও চোখ কপালে উঠেছে । কিছুদিন আগেই বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একটি কোম্পানির উদ্বোধন করেন । ইভান কন্ট্রেড নামে সেই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন পুড়শুড়ার তোকি পুরের রাকেশ মণ্ডল (Recruitment Scam Case)। এ বার তাঁকে ঘিরে সন্দেহ দানা বেঁধেছে ৷

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী ছিলেন রাকেশ (Rakesh Mandal)। তৃণমূল কর্মী হলেও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলেই এলাকায় তিনি পরিচিত । শান্তনুর একের পর এক সম্পত্তির হদিশ মেলার পরেই খোঁজ শুরু হয় রাকেশের । জানা গিয়েছে, কেবলমাত্র রেস্তোরাঁ নয়, শান্তনুর বালিপাচারের ব্যবসাও দেখাশোনা করতেন তিনি ।

রবিবার রাকেশ মণ্ডলের বাড়িতে গেলে তিনি দাবি করেন, চাকরি দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই (Santanu Banerjee Latest News)। শান্তনু বন্দ্যোপাধ্যায় তাঁর যে অত্যন্ত ঘনিষ্ঠ, তা স্বীকার করে নিয়ে তিনি বলেন, প্রায় এক বছর আগে শান্তনু তাঁকে বলেছিলেন, আধার কার্ড ও ভোটার কার্ড দিতে । তিনি একটি কোম্পানি করছেন ৷ আপাতত সেখানে রাকেশের নাম থাকবে, পরে সরিয়ে দেওয়া হবে ।

শান্তনুর কোম্পানির ডিরেক্টর রাকেশ

রাকেশের দাবি, কী কোম্পানি, তারা কী কাজ করে, তিনি সেই বিষয়ে কিছুই জানতেন না । শান্তনুকে সম্মান করতেন, সেই জায়গা থেকেই নথি দিয়েছেন । কিন্তু প্রশ্ন উঠছে, রাকেশ মণ্ডল শান্তনুর এতটা ঘনিষ্ঠ যে তাঁকে ডিরেক্টর করা হয়েছিল, তা তিনি জানেন না, আদৌ তা সম্ভব কি ?

আরও পড়ুন:2014 নিয়োগ দুর্নীতির তদন্তে বেরিয়ে এল 2012 সালের নথি, সেখানেও দুর্নীতির আশঙ্কা ইডি-র

শুধু রাকেশ মণ্ডলই নন, পুড়শুড়ার আরও এক যুব তৃণমূল নেতার শান্তনুর সঙ্গে ব্যবসায়িক ঘনিষ্ঠতা উঠে আসছে । সূত্রের খবর, শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক নাকি এঁদের মাধ্যমে নিয়োগ দুর্নীতিতে লেনদেনও হয়েছে তা খতিয়ে দেখছে ইডি । এখনও পর্যন্ত রাকেশ মণ্ডল ও ওই যুব নেতাকে ইডি তলব না করলেও যে কোনও মুহূর্তে এঁদের তলব করতে পারে বলে জানা যাচ্ছে ।

স্থানীয় বাসিন্দা সুশান্ত পোড়েল বলেন, রাকেশ মণ্ডল বালিপাচারের ব্যবসা ছাড়াও চাকরি দেওয়ার নাম করে বহু টাকার মালিক হয়েছেন । স্থানীয় ক্লাব ও কিছু মানুষকে টাকা দিয়ে দাদাগিরি করতেন । ভয়ে কেউ কথা বলতে পারত না । শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাঁদের চাকরি দিয়েছিলেন, তাঁদের চাকরি চলে গিয়েছে । তাঁরা কান্নাকাটি করছেন । ইডির জালে ধৃত শান্তনুর কোম্পানির ডিরেক্টর হিসাবে পুড়শুড়ার তৃণমুল নেতা রাকেশ মণ্ডলের খোঁজ মেলায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।

Last Updated : Mar 20, 2023, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details