পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা ও অভিষেকের ভূয়সী প্রশংসা, তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রবীরের ? - বিজেপি প্রার্থী

অভিষেক ও প্রশান্ত কিশোর সাংগঠনিক দিক দেখার জন্যই এই ভাল ফল তৃণমূলের । এরা যে দলকে সরকারি কাজের প্রচারের সঙ্গে যুক্ত করেছিল সেটা খুব ভাল সাফল্য পেয়েছে ৷ অপরদিকে বিজেপি ক্ষমতায় এলে কী কাজ করতে চায় সেই বিষয়গুলি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে পারেনি ৷ এটা বিজেপির সাংগঠনিক ত্রুটি ৷ এমনই বললেন উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী ৷

মমতা ও অভিষেকের ভূয়সী প্রশংসা , তৃণমূলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন কি প্রবীর ঘোষাল !
মমতা ও অভিষেকের ভূয়সী প্রশংসা , তৃণমূলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন কি প্রবীর ঘোষাল !

By

Published : May 5, 2021, 8:43 AM IST

উত্তরপাড়া , 5 মে : তৃণমূলে প্রত্যাবর্তনের কথা না বললেও বিরোধী দলের প্রতি অনেকটাই সুর নরম করেছেন উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল । গতকাল তাঁর গলায় শোনা গেল তৃণমূলের প্রশংসা ৷ জয়ের কারণ তৃণমূল-কংগ্রেসের ফের ক্ষমতায় আসার কারণ হিসেবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক ও প্রশান্ত কিশোরের ভূয়সী প্রশংসা করেন এদিন ৷

তাঁর মতে, অভিষেক ও প্রশান্ত কিশোর সাংগঠনিক দিক দেখার জন্যই এই ভাল ফল তৃণমূলের । এরা যে দলকে সরকারি কাজের প্রচারের সঙ্গে যুক্ত করেছিল সেটা খুব ভাল সাফল্য পেয়েছে ৷ অপরদিকে বিজেপি ক্ষমতায় এলে কী কাজ করতে চায় সেই বিষয়গুলি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে পারেনি ৷ এটাকে বিজেপির সাংগঠনিক ত্রুটি বলে সমালোচনা করেছেন এই বিজেপি নেতা ।

তিনি আরও বলেছেন, মানুষ পূর্ণ সমর্থন করেছে তৃণমূলকে । তবে মানুষ যে কংগ্রেস ও সিপিআইএম-কে পুরোপুরি প্রত্যাখ্যান করে বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে জায়গা করে দিয়েছে এটাও ভাল দিক বলে জানান প্রবীরবাবু ।

তৃণমূলের ক্ষমতায় ফেরা প্রসঙ্গে প্রবীর ঘোষালের প্রতিক্রিয়া

তিনি অবশ্য বারবার দলবদলের কথা এড়িয়ে গিয়ে বর্তমান করোনা পরিস্থিতির মোকাবিলার কথা তুলে ধরেছেন । তাঁর মতে, এই সময় রাজনীতি করার চেয়েও বড় কথা করোনা ও রাজ্যে যেভাবে হিংসা ছড়াচ্ছে তার অবিলম্বে ব্যবস্থা করা ।

আরও পড়ুন :মাসে মাসে চাঁদা কাটে তৃণমূল, মমতার শপথে তবু ব্রাত্য; ক্ষোভ উগরালেন শিশির

ABOUT THE AUTHOR

...view details