উত্তরপাড়া , 5 মে : তৃণমূলে প্রত্যাবর্তনের কথা না বললেও বিরোধী দলের প্রতি অনেকটাই সুর নরম করেছেন উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল । গতকাল তাঁর গলায় শোনা গেল তৃণমূলের প্রশংসা ৷ জয়ের কারণ তৃণমূল-কংগ্রেসের ফের ক্ষমতায় আসার কারণ হিসেবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক ও প্রশান্ত কিশোরের ভূয়সী প্রশংসা করেন এদিন ৷
তাঁর মতে, অভিষেক ও প্রশান্ত কিশোর সাংগঠনিক দিক দেখার জন্যই এই ভাল ফল তৃণমূলের । এরা যে দলকে সরকারি কাজের প্রচারের সঙ্গে যুক্ত করেছিল সেটা খুব ভাল সাফল্য পেয়েছে ৷ অপরদিকে বিজেপি ক্ষমতায় এলে কী কাজ করতে চায় সেই বিষয়গুলি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে পারেনি ৷ এটাকে বিজেপির সাংগঠনিক ত্রুটি বলে সমালোচনা করেছেন এই বিজেপি নেতা ।