পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Titas Sadhu: এশিয়ান গেমসের মাধ্যমে জাতীয় দলে পাকাপাকি সুযোগ করতে বদ্ধপরিকর তিতাস - Asian Games

Titas Sadhu Wants Perform for Indian women's Team in Asian Games: এশিয়ান গেমসে পারফর্ম করে ভারতীয় মহিলা দলে প্রবেশ করাই লক্ষ্য তিতাস সাধুর ৷ ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তার প্রস্তুতি নিয়ে কথা বললেন তিতাস ৷

Titas Sadhu ETV BHARAT
Titas Sadhu

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 8:09 PM IST

তিতাসের লক্ষ্য ভারতীয় ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করা

চুঁচুড়া, 11 সেপ্টেম্বর: ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করতে এশিয়ান গেমসকে পাখির চোখ করছেন বাংলার প্রতিশ্রুতিমান ক্রিকেটার তিতাস সাধু ৷ মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে ভারতের জয়ে বড় অবদান রেখেছিলেন চুঁচুড়ার মেয়ে ৷ এবার এশিয়ান গেমসে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিতাস ৷ আগামী 13 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ভারতীয় মহিলা দলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে সোমবার বেঙ্গালুরু রওনা হলেন তিনি ৷ তাঁর আগে প্রস্তুতি, ফর্ম ও ভারতীয় দলে জায়গা করার বিষয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন তিতাস সাধু ৷

সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মেয়েদের ইমার্জিং টিমস কাপে ভারত ‘এ’ দলের হয়ে দু’টি ম্যাচ খেলেন তিতাস ৷ সেখানে ভালো পারফর্ম্যান্সের জেরে এশিয়ান গেমসের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন ৷ চিনের হ্যাংঝাউ প্রদেশে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসে তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন বলে আশা করছেন বঙ্গতনয়া ৷ জানালেন, তাঁর প্রথম লক্ষ্য ভারতের হয়ে এশিয়ান গেমসে সোনা জেতা ৷ আর সেখানে নিজেকে প্রমাণ করে ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলে নিজের জায়গা পাকা করা ৷

তিতাস বলেন, ‘‘এশিয়ান গেমসে সুযোগ পেয়েছি ৷ সেই কারণেই সোমবার বেঙ্গালুরু রওনা দিচ্ছি ৷ সেখানে 13 সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ৷ তারপর আমরা এশিয়ান গেমসের জন্য চিনের উদ্দেশ্যে রওনা দেব 17 সেপ্টেম্বর ৷ আমরা সকলেই চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার ৷ ফেরার সময় আশা করি গোল্ড মেডেল নিয়ে ফিরতে পারব ৷ আমার প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে ৷ কিন্তু এত বড় গেমস, তার জন্য কখনওই সবটা সম্পূর্ণ হয় না ৷ ওখানকার পরিস্থিতির উপরে কিছুটা নির্ভর করবে ৷ ওখানে গিয়ে কতটা কার্যকর করতে পারব, সেটা অবশ্যই নির্ভর করবে ৷’’

আরও পড়ুন:শতরান হাঁকিয়ে ঝলমলে প্রত্যাবর্তন রাহুলের, সেঞ্চুরি কোহলিরও; পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্যমাত্রা

এরপরেই তিতাস জানান এশিয়ান গেমস পরবর্তী তাঁর লক্ষ্যের কথা ৷ তিনি বলেন, ‘‘অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ একটা ধাপ ৷ পরে আরেকটা ধাপ ৷ আশা করি এটাও পার করতে পারব ৷ আগামী দিনে আমার আশা দীর্ঘদিন যেন সিনিয়র টিমের হয়ে খেলতে পারি ৷’’

তিতাসের বাবা রণদীপ সাধুর বিশ্বাস, তাঁর মেয়ে এশিয়ান গেমসে প্রথম একাদশে জায়গা পাবে ৷ আর সেখানে ভালো পারফর্ম করে মেয়ে জাতীয় দলে নিজের সুযোগ করে নিতে পারবে ৷ উল্লেখ্য, তিতাসের সঙ্গেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে থাকা শ্রীয়াঙ্কা পাতিল ভারতীয় মহিলা দলে সুযোগ পেয়ে নজর কেড়েছেন ৷ তাই এবার তাঁর সামনেও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ ৷

ABOUT THE AUTHOR

...view details