বাঁশবেড়িয়া, 12 মে : প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলির ঘটনার পরই প্রশাসক পরিবর্তনের সিদ্ধান্ত নিল বাঁশবেড়িয়া পৌরসভা । পুর ও নগর উন্নয়ন দফতরের তরফ থেকে বুধবার এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয় ।
বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক পদ থেকে অরিজিতা শীলকে সরিয়ে দেওয়া হল বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীলকে সরিয়ে গুলিতে জখম প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হল । অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল ওরফে সোনার বিরুদ্ধে গুলি করার অভিযোগ ওঠার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । তবে গুলি চালানোর ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ।
বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে এলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী প্রসঙ্গত, মঙ্গলবার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে গুলি মারে দুষ্কৃতীরা । বাড়ির কাছেই বেলতলা বাজারে সকালে কালিপুজোর ফল কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ হন আদিত্যবাবু । তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ।
প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে গুলি, পৌরসভার প্রশাসক পরিবর্তন বাঁশবেড়িয়ায় কী বলছে শাসক-বিরোধী আরও পড়ুন :44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু
এই ঘটনায় বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন ওরফে সোনা শীলের বিরুদ্ধে অভিযোগ ওঠে । এমনকি সোনা শীল ও তাঁর এক ছায়াসঙ্গীর বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে । স্থানীয় সূত্রে খবর, পৌরসভার দুর্নীতি ও দখল নিয়ে আদিত্য নিয়োগীর সঙ্গে সোনা শীলের দ্বন্দ্ব দীর্ঘদিনের । তার জেরেই আদিত্যকে গুলি করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ । তবে আদিত্যবাবুর অপারেশন করে গুলি বার করা হয়েছে । এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গেছে ।
যদিও এই ঘটনায় বিজেপি ও সিপিআইএম একযোগে শাসক দলকেই দুষেছেন ৷ তাঁরা বলেছেন, সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধ হোক এটাই চাই ৷
তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়, তৃণমূল অন্যায় বরদাস্ত করে না ৷ দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷