পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Beaten to Death: চোর সন্দেহে গণপিটুনিতে মৃত প্রৌঢ়, গ্রেফতার 3 - চোর সন্দেহে গণপিটুনিতে মৃত প্রৌঢ়

চোর সন্দেহ গণপিটুনিতে মৃত এক প্রৌঢ় ৷ হুগলির সাহাগঞ্জের ডানলপ চত্ত্বরের ঘটনা ৷ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার তিন ৷ আর এক অভিযুক্তের খোঁজে পুলিশ ৷

Man was Beaten to Death
চোর সন্দেহে গণপিটুনিতে মৃত প্রৌঢ়

By

Published : May 27, 2023, 9:58 PM IST

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত প্রৌঢ়

হুগলি, 27 মে: সাইকেল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক প্রৌঢ়ের ৷ নৃশংস ঘটনায় গ্রেফতার তিন ৷ অন্যজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাহাগঞ্জের ডানলপ কারখানা চত্ত্বরে। মৃতের নাম গোরখ দাস (45)। ডানলপের একটি কোয়ার্টারে ভাড়া থাকতেন তিনি।

জানা গিয়েছে, শুক্রবার প্রতিবেশির একটি সাইকেল চুরি হয়। সেই সন্দেহ গিয়ে পরে ঐ প্রৌঢ়ের ওপরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু মানুষ ওই প্রৌঢ়কে গাছে বেঁধে বেধড়ক মারধর করেন ৷ তবে এই বিষয়ে কিছুই জানতে পারেন না পরিবারের লোকজন ৷ পরিবারের তরফে জানা গিয়েছে, শুক্রবার কাজ থেকে মৃত গোরখ দাস বাড়ি না ফেরায় সকলেই চিন্তিত হয়ে পড়েন ৷ এরপর সকাল থেকে খোঁজ শুরু হয় ওই ব্যক্তির ৷ অন্যদিকে, ডানলপ চত্বরেই এক মাঠে প্রৌঢ়কে মৃত অবস্থায় দেখতে পান আশেপাশের মানুষজন ৷ তারাই খবর দেন মৃত গোরখের পরিবারকে ৷

ঘটনার বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ চুঁচুড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে হবে ময়নাতদন্ত। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত সাইকেলের মালিক ব্রীজেশ যাদবকে গ্রেফতার করা হয়েছে। তিনি গৃহ শিক্ষকতা করেন এলাকায়। এরপর পলাতক ব্রীজেশের সঙ্গে থাকা ধীরাজ সিংয়েরও খোঁজ চালায় পুলিশ ৷ তিনি পৌরসভার একজন অস্থায়ী কর্মী। এরপর শনিবার দুপুর নাগাদ আরও দুই অভিযুক্ত ধরা পড়েছে পুলিশের জালে ৷ ধীরজ সিং ও পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ ৷

এবিষয়ে সমাজকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, "এই ধরনের ঘটনা ঘটে মাঝে মধ্যেই। কিন্তু এটা কখনই কাম্য নয়। চোর সন্দেহে কাউকে মারধর করা আইনত দণ্ডনীয় অপরাধ। এদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত। কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। পুলিশকে আরও বেশি সজাগ হতে হবে।"

আরও পড়ুন: যোগ্য হয়ে বাড়ি ফিরব, চিঠি লিখে নিখোঁজ তিন ছাত্র ; অপহরণের অনুমান পরিবারের

মৃতের ছেলে কিষান দাস অভিযোগ করে বলেন, "সাইকেল চুরি সন্দেহে মারধর করা হয়েছে বাবাকে। সকালে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বাবাকে। ধীরাজ আমার বাবাকে মেরে পালিয়ে গিয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details