হুগলি, 29 মার্চ : শ্রমিক সংগঠনের ডাকা দু'দিনের ধর্মঘটের আজ দ্বিতীয় দিন (48 Hours Bharat Bandh) ৷ বনধ সফল করতে বাম নেতা-কর্মীরা এদিনও সারা রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ কয়েক জায়গায় রেল অবরোধ ও মিছিল করেন বাম কর্মীরা ।
তবে বন্ধের দ্বিতীয় দিনে হুগলি জেলায় সেই ভাবে প্রভাব পড়েনি (Impact of nationwide strike in Hooghly) । বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় রাস্তা অবরোধ করছেন ধর্মঘটীরা । এদিন হুগলির এসটিকেকে রোড অবরোধ করেন সারা ভারত কৃষক সভা ও ডিওয়াইএফআই কর্মীরা । প্রায় আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পরে হুগলি থেকে কালনা কাটোয়া যাওয়ার ব্যস্ততম রাস্তা এসটিকে রোড । অবরোধের জেরে বেশ কিছু গাড়ি আটকে পরে । পরে বলাগড় থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ।
আরও পড়ুন : Jhalda Congress Councillor Murder Case : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় পুলিশের কেস ডায়েরি তলব হাইকোর্টের
সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে বামপন্থীরা চুঁচুড়ায় মিছিল করে ৷ কোথাও আবার পিকেটিং করা হয়। এদিন চুঁচুড়ার আখন বাজার থেকে একটি মিছিল শুরু হয় । ক্রকেড লেনে এসবিআই ব্যাঙ্কের প্রধান শাখা খোলা ছিল, সেটি বন্ধ করে দেওয়া হয় । পাশেই এলআইসি অফিসও খোলা ছিল, গেট বন্ধ করে লাল ঝান্ডা লাগিয়ে দেন বাম সমর্থকরা ।
এরপর বড়বাজারে জেলার প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ দেখান বাম সমর্থকরা । ট্রেজারি অফিস, হুগলি জেলাপরিষদের প্রশাসনিক ভবন হয়ে ঘড়ির মোড় দিয়ে নেতাজী সুভাষ রোড ধরে মিছিল আমরাতলা গলিতে পৌঁছায় । সেখানে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক খোলা ছিল ৷ তাও বন্ধ করে দেয় বাম কর্মীরা । এরপর মিছিল বাসস্টান্ড হয়ে আবার আখন বাজারের দিকে এগিয়ে যায় । এছাড়া হিন্দমোটর, কোন্নগরে জিটি রোড অবরোধ করে ।
আরও পড়ুন : Cattle Smuggling Case : গরু পাচার কাণ্ডে অনুব্রতকে জেরা করতে হোমওয়ার্ক শুরু সিবিআইয়ের
তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা হারুন শেখ, শানু চক্রবর্তী ধর্মঘট জানান, আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের কর্মীরা পোস্ট অফিসে এলে তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। পরে তৃণমূলের কর্মীরা এসে তাঁদের পোস্ট অফিস ভেতরে প্রবেশ করিয়ে দেয় ।