পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট ও করোনার ফাঁকে মাটি কাটার বেআইনি কারবার পোলবায় - মাটি কাটা

অন্ধকারে খালের মাটি বেআইনিভাবে কাটা হচ্ছে ৷ তা পাচারও করে দেওয়া হচ্ছে পোলবায় ৷ এমনই অভিযোগ স্থানীয়দের ৷

Illegal land transactions are going on in Polba amid voting and covid surge
ভোট ও করোনার ফাঁকে মাটি কাটার বেআইনি কারবার পোলবায়

By

Published : Apr 27, 2021, 2:15 PM IST

পোলবা, 27 এপ্রিল: রাতের অন্ধকারে খালের মাটি কেটে পাচার করে দিচ্ছে মাটি মাফিয়ারা । JCB দিয়ে অবৈধ ভাবে মাটি কাটা চলেছে বেশ কিছুদিন ধরে । কোনও সরকারি অনুমতি ছাড়াই এই কাজ করছে কিছু অসাধু ব্যবসায়ীরা ।

সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের ডিভিসি লক গেটের কাছে কেদুয়া বিলের মাটি বেআইনিভাবে কাটা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের । এর পেছনে কিছু প্রভাবশালী অসাধু মাটি মাফিয়ার হাত থাকায় গ্রামবাসীরা দেখলেও কিছু বলতে সাহস করেননি । জল নিকাশির জন্য খাল আছে । বর্ষার জল ও চাষের জলের জন্য কয়েকটি লক গেটও আছে । কিন্তু খালের কথা চিন্তা না করেই রীতিমতো প্রশাসনকে বড়ো আঙুল দেখিয়ে রাতের বেলায় এই কাজ চলছে । যেখানে কোনও খাল বা জলাশয়ের মাটি পাড়েই রাখতে হয় । সেই মাটি ডাম্পারে করে বিক্রি হয়ে যাচ্ছে । এর পিছনে কারা আছে, কোনও রাজনৈতিক দল আছে কি না, সেটা খতিয়ে দেখুক প্রশাসন । তবে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক।

সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু পালপাড়া এলাকায় কেদুয়া বিলের মাটি রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে । ভোট ও করোনার সময়ে রমরমিয়ে চলছে মাটি কারবার ।প্রশাসনিক ব্যবস্থার সুযোগে এই মাটি ব্যবসা চলছে । এর জন্য কোনও রয়্যালটি দেওয়া হচ্ছে না সরকারকে । মাটি কাটা বন্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী এ সব কাজ করছে বলে অভিযোগ ।

আরও পড়ুন:রাজ্যে গড়ে প্রতি 5 সেকেন্ডে 1 জনের করোনা, দৈনিক সংক্রমণ 16 হাজার ছুঁইছুঁই

সুগন্ধা গ্রামের বাসিন্দা কংগ্রেস নেতা প্রতীম মিত্র জানান, পোলবা রাজহাট সুগন্ধার জল বর্ষায় গোটুর মাঠ হয়ে কেদুয়া বিলে জমা হয় । তা চাষের কাজে ব্যবহার করেন চাষীরা । সেখানে কুন্তি নদীর লকগেট রয়েছে, সেই লকগেট দিয়ে বাড়তি জল নদীতে চলে যায় । সেই বিল বর্তমানে শুকনো অবস্থায় রয়েছে । আর এর সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা রাতের অন্ধকারে মাটি চুরি করে নিয়ে যাচ্ছে ।

পোলবা-দাদপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সঞ্জীব ঘোষ বলেন, বেআইনিভাবে হচ্ছে বলেই রাতের অন্ধকারে মাটি কাটা চলছে বলে জানতে পেরেছি । কোনও নিকাশির মাটি কেটে এ ভাবে নিয়ে যাওয়া যায় না । সরকারকে রয়্যালটি দিয়েও এটা করা যায় না ৷ আর সরকার এই মাটি কাটাচ্ছে না । কারা করছে তা দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details