পোলবা, 27 এপ্রিল: রাতের অন্ধকারে খালের মাটি কেটে পাচার করে দিচ্ছে মাটি মাফিয়ারা । JCB দিয়ে অবৈধ ভাবে মাটি কাটা চলেছে বেশ কিছুদিন ধরে । কোনও সরকারি অনুমতি ছাড়াই এই কাজ করছে কিছু অসাধু ব্যবসায়ীরা ।
সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের ডিভিসি লক গেটের কাছে কেদুয়া বিলের মাটি বেআইনিভাবে কাটা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের । এর পেছনে কিছু প্রভাবশালী অসাধু মাটি মাফিয়ার হাত থাকায় গ্রামবাসীরা দেখলেও কিছু বলতে সাহস করেননি । জল নিকাশির জন্য খাল আছে । বর্ষার জল ও চাষের জলের জন্য কয়েকটি লক গেটও আছে । কিন্তু খালের কথা চিন্তা না করেই রীতিমতো প্রশাসনকে বড়ো আঙুল দেখিয়ে রাতের বেলায় এই কাজ চলছে । যেখানে কোনও খাল বা জলাশয়ের মাটি পাড়েই রাখতে হয় । সেই মাটি ডাম্পারে করে বিক্রি হয়ে যাচ্ছে । এর পিছনে কারা আছে, কোনও রাজনৈতিক দল আছে কি না, সেটা খতিয়ে দেখুক প্রশাসন । তবে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক।
সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু পালপাড়া এলাকায় কেদুয়া বিলের মাটি রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে । ভোট ও করোনার সময়ে রমরমিয়ে চলছে মাটি কারবার ।প্রশাসনিক ব্যবস্থার সুযোগে এই মাটি ব্যবসা চলছে । এর জন্য কোনও রয়্যালটি দেওয়া হচ্ছে না সরকারকে । মাটি কাটা বন্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী এ সব কাজ করছে বলে অভিযোগ ।