চন্দননগর, 13 মে : ভদ্রেশ্বর ও চন্দননগরে দিন কয়েক ধরেই গোষ্ঠী সংঘর্ষ চলছে । ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল । বিরোধীদের কটাক্ষ, পরিস্থিতির সামাল দিতে কার্যত ব্যর্থ পুলিশ । কোথাও যেন ঘটনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আজ ভদ্রেশ্বরের IC-র অপসারণের দাবিও জানান BJP সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় । এই ঘটনাক্রমের মাঝেই সরানো হল ভদ্রেশ্বরের IC নন্দন পাণিগ্রাহীকে ।
কোরোনা মোকাবিলায় ব্যারিকেড দেওয়া কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত । তারপর থেকে বেশ কয়েকদন ধরে গোষ্ঠী সংঘর্ষ চলছে ভদ্রেশ্বর ও চন্দননগরে । এলাকায় বোমাবাজির খবর পাওয়া যায় । আজ এলাকায় বোমা পড়ে থাকতে দেখা যায় । বহিরাগতদের নিয়ে এসে বোমাবাজি করার অভিযোগও উঠেছে । ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে একাংশ । এনিয়ে গতকাল লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়, সব্যসাচী দত্তের মতো BJP নেতা-নেত্রীর সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল । বৈঠকের পর তিনি বলেন, "রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ । সবকিছু নিয়েই রাজনীতি হচ্ছে । তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে ।"