শ্রীরামপুর, 31 মার্চ : "জিতছি-জিতছি-জিতছি। একশোয় হাজার শতাংশ জিতব।" আজ সকালে ভোট প্রচারে বেরিয়ে বললেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে কোন্নগরে রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দেন। পরে জনগণের হাতে গোলাপ ফুল দিয়ে প্রচারে নামেন তিনি। করেন মিছিলও। সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। নিজের জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কল্যাণ বলেন, "২ লাখেরও বেশি ভোটে জিতব এবার।"
একশোয় হাজার শতাংশ জিতব : কল্যাণ - loksabha election 2019
ক্ষমতায় এলে অনেকের কোমরে দড়ি পরবে। শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ ব্যানার্জি।
দু'বারের সাংসদ তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও তাঁকে শ্রীরামপুর কেন্দ্রে টিকিট দিয়েছেন। তাঁর বিপরীতে CPI(M)-এর তীর্থঙ্কর রায়, BJP-র দেবজিৎ সরকার ও কংগ্রেসের দেবব্রত বিশ্বাস। এতজন থাকতেও শুধুমাত্র বামেদেরই মূল প্রতিদ্বন্দ্বী মনে করছেন কল্যাণ। বললেন, "অনেক হাত দূরে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী CPI(M)। BJP একটু মোদির নাম নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর কিছু নেই।"
অন্যদিকে, প্রচারের শুরুতেই মোদিকে কটাক্ষ করেন তিনি। বলেন, "দেশে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে। গত পাঁচ বছরে দেশকে ধর্মে ধর্মে ভাগ করে দেওয়ার চেষ্টা করেছে। নোটবাতিলের জন্য বেকারত্ব সবচেয়ে বেড়েছে। এটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার। আমরা ক্ষমতায় এলে তদন্ত করলে অনেকের কোমরেই দড়ি পরবে। মোদি কোনও কাজ করে না শুধু কথা বলে। আজ ওঁর জন্য এই অবস্থা দেশের।"