পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Municipal Election 2022 : চন্দননগরে দুই ওয়ার্ডে স্বামী-স্ত্রীকে টিকিট দিল তৃণমূল - ঋতুপর্ণা সাউ

রাজ্যের আসন্ন পৌর নির্বাচনে (Municipal Election 2022) চন্দননগর পৌর এলাকায় স্বামী-স্ত্রীকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস (Husband Wife TMC Candidate) ৷ চন্দননগর পৌর এলাকার (Chandannagar Coporation Poll 2022) 12 ও 13 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে যথাক্রমে ঋতুপর্ণা সাউ ও তাঁর স্বামী শুভজিৎ সাউকে ৷

husband wife tmc candidate for chandannagar corporation poll 2022
Municipal Election 2022 : চন্দননগরে দুই ওয়ার্ডে স্বামী-স্ত্রীকে টিকিট দিল তৃণমূল

By

Published : Jan 1, 2022, 9:05 PM IST

চন্দননগর, 1 জানুয়ারি : আসন্ন চন্দননগর পৌরনিগম নির্বাচনের (Chandannagar Coporation Poll 2022) আগে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ নিয়ে জেরবার তৃণমূল জেলা নেতৃত্ব ৷ সূত্রের দাবি, ঘোষিত প্রার্থীতালিকায় (TMC Candidate List) খুশি নন দলেরই নেতা, কর্মীদের একাংশ ৷ আর তার জেরেই বাড়ছে অসন্তোষ ৷ এবার সেই চন্দননগর থেকেই একই পরিবারের দু’জনকে প্রার্থী করল তৃণমূল ৷ মনোনীতরা সম্পর্কে স্বামী-স্ত্রী (Husband Wife TMC Candidate) ৷

আরও পড়ুন :AMC Election 2022 : তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে ফিরলেন আসানসোলের প্রাক্তন মেয়র পারিষদ

চন্দননগর পৌর এলাকার 12 ও 13 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে যথাক্রমে ঋতুপর্ণা সাউ ও তাঁর স্বামী শুভজিৎ সাউকে ৷ তাঁরা আবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অশোক সাউয়ের ছেলে ও বউমা ৷ 12 নম্বর ওয়ার্ড আগাগোড়াই সাউ পরিবারের দখলে ছিল ৷ এই বিষয়ে প্রশ্নে করা হলে শুভজিৎ সাউ বলেন, ‘‘আমরা মানুষের জন্য কাজ করি ৷ এলাকার মানুষ ও দল আমাদের কাজে সন্তুষ্ট ৷ সেই কারণেই আমাদের দু’জনকে প্রার্থী করা হয়েছে ৷’’

আরও পড়ুন :SMC Election 2022 : শিলিগুড়িতে নির্দল হয়ে মনোনয়ন তুললেন দুই বিক্ষুব্ধ তৃণমূল নেতা

ইংরেজি বছরের প্রথম দিনে স্থানীয় বজরংবলী মন্দির, শিব মন্দির, আদি জগদ্ধাত্রী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শুভজিৎ ৷ গতবারের পৌর নির্বাচনে 16 নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়ে কাউন্সিলর হয়েছিলেন তিনি ৷ প্রচারে বেরিয়ে শুভজিৎ বলেন, ‘‘আমরা বছরের 365 দিনই দলের কাজ করি ৷ আমাদের বিশ্বাস, দু’টি ওয়ার্ডেই আমরা দলকে জেতাব ৷ আগে আমি 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলাম ৷ ওই ওয়ার্ডে আমি জিতেছিলাম ৷ এবারে আমাকে 13 নম্বর ওয়ার্ডে জায়গা দেওয়া হয়েছে ৷ এবারও আমরা বিপুল ভোটে জিতব ৷ বিরোধীদের অপ্রাসঙ্গিক বলব না ৷ তবে মানুষের রায় তৃণমূলের দিকেই আসবে বলে আমার বিশ্বাস ৷ আর যে ওয়ার্ডে আমার স্ত্রী প্রার্থী হয়েছেন, সেই ওয়ার্ডে 1981 সাল থেকে আমার বাবা পাঁচবার জিতেছেন ৷ আমার মা ও স্ত্রীও একবার করে জিতেছেন ৷ এবারও তাই আমরাই জিতব ৷’’

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের চার পৌরনিগমে ভোটের নির্ঘণ্ট (Municipal Election 2022) ঘোষিত হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হুগলির চন্দননগর ৷ আগামী 22 জানুয়ারি ভোট হবে এখানে ৷

ABOUT THE AUTHOR

...view details