পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলবিরোধী কাজের অভিযোগ, বাঁশবেড়িয়ার তৃণমূল নেতাকে বহিষ্কার - তৃণমূল কংগ্রেস

সত্যরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে দলবিরোধী কাজ করেছেন । পাশাপাশি দলের নিয়ম ভঙ্গ করেছেন ।

tmc leader of Bansberia expelled from party
তৃণমূল নেতা সত্যরঞ্জন শীল

By

Published : Nov 7, 2020, 1:38 PM IST

বাঁশবেড়িয়া, 7 নভেম্বর : দলবিরোধী কাজের অভিযোগে সত্যরঞ্জন শীলকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানান ।

দিলীপ যাদব বলেন, "বিভিন্ন সময়ে দলবিরোধী কাজ, অনিয়মের কারণে সত্যরঞ্জন শীলকে দল সতর্ক করেছে । সবদিক যাচাই করে তাঁকে বহিষ্কার করা হচ্ছে । দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না । দলীয় কর্মীরা কাছে ওর সঙ্গে রাজনৈতিকভাবে কোনও সম্পর্ক রাখবেন না । দলের সহকর্মীদের একথা জানানো হয়েছে ।" বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল । প্রশ্ন উঠেছে, সত্যি কি তৃণমূলের ছায়া থেকে বহিষ্কার করে লাভ হল ? না কি এসব লোক দেখানো ?

দল থেকে বহিষ্কার বাঁশবেড়িয়ার তৃণমূল নেতা

এই প্রসঙ্গে BJP নেতা সুশান্ত সেনগুপ্ত বলেন, "সত্যরঞ্জন কোন পদে ছিলেন তা জানি না । তবে বাঁশবেড়িয়া পৌরসভার প্রসাশক পদে রয়েছেন তাঁর স্ত্রী । এই বহিষ্কার করার মানে কী আমরা তা জানি না । তিনি এলাকায় গুন্ডাবাজি, বিভিন্ন সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন । উনি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তা সমর্থন যোগ্য নয় । তবে কী কারণে বহিষ্কার হলেন তা পরিষ্কার না হলে ওনার দুষ্কর্ম চলতে থাকবে । তবে দেরিতে হলেও তৃণমূল কংগ্রেসের শুভ বুদ্ধির উদয় হয়েছে । তার জন্য সাধুবাদ জানাই ।"

ABOUT THE AUTHOR

...view details