পাণ্ডুয়া, 10 অগাস্ট : মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মৃতের নাম চন্দনা মিস্ত্রি (42) ৷ বৈঁচি নুনেডাঙার ঘটনা ৷ অভিযুক্ত স্বামী পলাতক ৷
21 বছর আগে নির্মল মিস্ত্রির সঙ্গে বিয়ে হয় চন্দনা বিশ্বাসের ৷ তাঁদের এক ছেলে রয়েছে ৷ সে ব্যাঙ্গালোরে থাকে ৷ মুর্শিদাবাদে এক আত্মীয়ের সঙ্গে কাজ করত চন্দনা ৷ আর নির্মল রঙের কাজ করত ৷ অভিযোগ, নির্মলের লটারির ও জুয়ার নেশা রয়েছে ৷ যার জেরে তার সঙ্গে বনিবনা ছিল না চন্দনার ৷