পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেশার টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী'কে কুপিয়ে খুন ! - Women murdered in Pandua

নির্মলের লটারির ও জুয়ার নেশা রয়েছে ৷ যার জেরে তার সঙ্গে বনিবনা ছিল না স্ত্রী'র ৷ গতরাতে নির্মল তার স্ত্রীর কাছে কাছে নেশা করার জন্য টাকা চায় ৷ টাকা দিতে অস্বীকার করে চন্দনা ৷ তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মল খুন করে বলে অভিযোগ ৷

মৃত চন্দনা মিস্ত্রি

By

Published : Aug 10, 2019, 2:55 PM IST

পাণ্ডুয়া, 10 অগাস্ট : মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মৃতের নাম চন্দনা মিস্ত্রি (42) ৷ বৈঁচি নুনেডাঙার ঘটনা ৷ অভিযুক্ত স্বামী পলাতক ৷

21 বছর আগে নির্মল মিস্ত্রির সঙ্গে বিয়ে হয় চন্দনা বিশ্বাসের ৷ তাঁদের এক ছেলে রয়েছে ৷ সে ব্যাঙ্গালোরে থাকে ৷ মুর্শিদাবাদে এক আত্মীয়ের সঙ্গে কাজ করত চন্দনা ৷ আর নির্মল রঙের কাজ করত ৷ অভিযোগ, নির্মলের লটারির ও জুয়ার নেশা রয়েছে ৷ যার জেরে তার সঙ্গে বনিবনা ছিল না চন্দনার ৷

স্থানীয় সূত্রে খবর, গতরাতে চন্দনা বাড়ি ফিরলে নেশার জন্য টাকা চায় নির্মল ৷ চন্দনা টাকা দিতে অস্বীকার করায় দু'জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷ অভিযোগ, তখনই ধারালো অস্ত্র দিয়ে চন্দনাকে কুপিয়ে খুন করে নির্মল ৷ নির্মলের বাবা চন্দনার মা-বাবাকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তির জেরে এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details