পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Robbery in Pandua: পাণ্ডুয়ায় বাড়ি ঢুকে সোনা চেয়ে মহিলাকে ছুরিকাঘাত দুষ্কৃতীদের, গ্রেফতার 2 - সোনা ডাকাতি

রাতে বাড়িতে ঢুকে সোনা চাইল দুষ্কৃতীরা ৷ মহিলা জানায়, বাড়িতে সোনা নেই ৷ কিন্তু দুষ্কৃতীরা তা মানতে নারাজ ৷ পরে মহিলার উপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে (Robbers attack woman) ৷

Pandua robbery
পাণ্ডুয়ায় ডাকাতি

By

Published : Feb 8, 2023, 9:57 PM IST

পাণ্ডুয়ায় বাড়ি ঢুকে সোনা চেয়ে গৃহবধূকে আক্রমণ

পাণ্ডুয়া (চুঁচুড়া), 8 ফেব্রুয়ারি: ছুরিকাঘাতে গুরুতর জখম মহিলা ৷ সূত্রে জানা গিয়েছে, দুই দুষ্কৃতী বাড়িতে ঢুকে সোনা চেয়েছিলেন ৷ গৃহবধূ তা দিতে অস্বীকার করায় ছুরি দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার থৈপাড়ায় ৷ পরে প্রতিবেশীরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় ৷

স্থানীয় সূত্র অনুযায়ী, জখম ওই মহিলার নাম উম্মে হানি বেগম ৷ তাঁর স্বামী গুজরাতে থাকেন ৷ সেখানে সোনার কারবারে যুক্ত তিনি । গতকাল রাত 8টা নাগাদ দু'জন দুষ্কৃতী এসে তাঁর স্বামীর নাম করে ডাকেন ৷ তারা বাড়িতে ঢুকে মহিলার কাছ থেকে সোনা চায় ৷ তখন গৃহবধূ জানান, সোনা বাড়িতে নেই ৷ লকারে আছে ৷ কিন্তু দুষ্কৃতীরা চাপ দিতে থাকে, সোনা বাড়িতেই আছে ৷ মহিলা কোনও ভাবে রাজি না হওয়ায় দুষ্কৃতীরা তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে ৷ মহিলা বাধা দিলে তিনি গুরুতর জখম হন ৷ রক্তাক্ত অবস্থায় পড়ে যান ৷ চ্যাঁচামেচি শুনে পড়শিরা ছুটে এসে তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে । এই ঘটনার সময় বাড়িতে মহিলার শাশুড়ি ছিলেন ৷

আরও পড়ুন: ফিল্মি কায়দায় ডাকাতি কৃষি উন্নয়ন সমিতিতে, লুট টাকা ও গয়না

এরপরই খবর যায় পাণ্ডুয়া থানার পুলিশের কাছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷ ঘটনাস্থলে আসেন ডিএসপি (ক্রাইম) দেবী দয়াল কুণ্ডু । কয়েক ঘণ্টার চেষ্টায় পাণ্ডুয়া থেকে দুই ধৃতকে উদ্ধার করে পুলিশ ৷ তাদের নাম মহঃ আরমান ও মহঃ সামিম ৷ পুলিশ জানিয়েছে, এদের বাড়ি ভদ্রেশ্বর তেলিনীপাড়ায় ৷ দু'জনের দাবি, তারা একরামুলের হোসেন অর্থাৎ মহিলার স্বামীর পরিচিত ৷ তবে কী কারণে তারা ওই বাড়িতে ঢুকেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, জখম মহিলার স্বামী একরামুল হোসেন গুজরাতে জুয়েলারির কাজ করেন ৷ দু-তিন মাস আগে তিনি বাড়ি ফেরেন ৷ এর আগেও কয়েকবার তাঁর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে ৷ একরামুলের স্ত্রী উম্মে হানি বেগম ঘর থেকে বারান্দায় বের হন ৷ স্বামীর নাম করে তাঁর কাছ থেকে বাড়িতে যা সোনা আছে সব দিতে বলে দুষ্কৃতীরা ৷ একরামুলের স্ত্রী তাদের জানান, তাঁর স্বামী ফোন করে কিছু বলেনি ৷ আর সব সোনা লকারে আছে ৷ না দেওয়ায় মহিলার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী ৷ মহিলার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে একজনকে ধরে ফেলে ৷ মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ৷ আরেকজনকে পান্ডুয়া স্টেশনের কাছ থেকে পাকড়াও করে পুলিশ ৷ মহিলাকে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায় । পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে এই ধস্তাধস্তিতে দুই দুষ্কৃতীও জখম হয়েছে ৷

আরও পড়ুন: ভবানীপুরে সিবিআই সেজে ডাকাতি, গোয়েন্দাদের জালে লালবাজারের কনস্টেবল

ABOUT THE AUTHOR

...view details