পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুঁচুড়ায় 50 বেডের সেফ হোম গড়ছে জেলা প্রশাসন - safe home

সদর মহকুমার পান্ডুয়ায় সেফ হোম রয়েছে গত বছর থেকে । চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ মহকুমাতেও সেফ হোম করা হয়েছে । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । আক্রান্তদের মধ্যে যাঁদের বাড়িতে থাকতে অসুবিধা, তাঁরা সেফ হোমে থাকতে পারবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক ।

চুঁচুড়ায় 50 বেডের সেফ হোম গড়ছে জেলা প্রশাসন
চুঁচুড়ায় 50 বেডের সেফ হোম গড়ছে জেলা প্রশাসন

By

Published : May 12, 2021, 7:06 PM IST

চুঁচুড়া, 12 মে : করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সেফ হোম বাড়াচ্ছে হুগলি জেলা প্রশাসন । চুঁচুড়া ডাফ স্কুলে সেফ হোম তৈরি করা হয়েছে ৷ সেখানে আপাতত 50 টি বেডের ব্যবস্থা করা হল । সেই কারণে বুধবার স্কুল পরিদর্শনে যান এসিএমওএইচ (সদর) শুভাশিস শীল, এসডিও (সদর) সৈকত গঙ্গোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদার ।

দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । যে পরিমাণে হাসপাতালগুলিতে বেড আছে, তা পর্যাপ্ত নয় । বাড়িতে থেকে অনেকে চিকিৎসা করাচ্ছেন । এমন অবস্থায় সেফ হোমের আরও বেশি করে প্রয়োজনীতা দেখা দিচ্ছে । যেখান থেকে স্বাস্থ্য পরিকাঠামো পাওয়া যাবে । চুঁচুড়া শহরের গঙ্গার পাড়ে ডাফ হাই স্কুলে সেফ হোমের কাজ শুরু হয়েছে । আপাতত 50 টি বেড নিয়ে চালু হবে এই সেফ হোম । আগামী দিনে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে । এক সপ্তাহের মধ্যে চালু হবে এই সেফ হোম ।

চুঁচুড়ায় 50 বেডের সেফ হোম গড়ছে জেলা প্রশাসন

সদর মহকুমার পান্ডুয়ায় সেফ হোম রয়েছে গত বছর থেকে । চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ মহকুমাতেও সেফ হোম করা হয়েছে । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । আক্রান্তদের মধ্যে যাঁদের বাড়িতে থাকতে অসুবিধা, তাঁরা সেফ হোমে থাকতে পারবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক ।

আরও পড়ুন :করোনায় মৃত প্রধান পুরোহিত, জহুরাচণ্ডী মন্দিরে বন্ধ দরজার এপার থেকে পুজো ভক্তদের

এসিএমওএইচ শুভাশিস শীল বলেন, ‘‘গতকাল রাজ্য সরকার একটি বিষয় ঘোষণা করে যেটা হল কমিউনিটি ইনভলমেন্ট । গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবকরা বাড়ি বাড়ি খোঁজ নিয়ে দেখবেন হোম আইসোলেশনে থাকাদের সঙ্গে কথা বলবেন । প্রয়োজনে তাঁদের সেফ হোমে নিয়ে আসবেন । ডাফ স্কুলেও এই রকম কমিউনিটি ইনভলমেন্ট হবে । আমাদের লক্ষ সবাইকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা । যাঁদের অক্সিজেন প্রয়োজন নেই, তাঁদের অবজারভেশনে রাখা ।’’

ABOUT THE AUTHOR

...view details