হুগলি, 14 ডিসেম্বর:তৃণমূলের 11 বছরের শাসনকালের পরও অনুন্নয়নের ছবি হুগলির (Hooghly Road Problem) বিঘাটি গ্রাম পঞ্চায়েতের পরতে পরতে । বিধানসভা ভোটে প্রতিশ্রুতি মিলেছিল রাস্তা হবে । কিন্তু এখনও ধিতাড়া পশ্চিমপাড়ার বাসিন্দাদের দাবি পূরণ হয়নি (Poor Road Condition)। কয়েকমাস পরই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)৷ ভোটের আগে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ৷
বছর কুড়ি আগে বাম জামানায় পাকা রাস্তা হয়েছিল (Villagers threaten boycott of Panchayat Election)৷ তারপর থেকে কুড়ি বছর পেরিয়ে গেলেও রাস্তা সংস্কারের কোনও কাজই হয়নি । গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় প্রায় 2000 মানুষের বসবাস ৷ চাকরিজীবী থেকে শুরু করে স্কুলপড়ুয়া - এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে ৷ তারপরেও নেই কোনও নিকাশি ব্যবস্থা ৷ রাস্তায় জমে থাকা জল পেরিয়েই নিত্য যাতায়াত করতে হয় স্থানীয় মানুষজনকে । পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন তাঁরা । গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু রাস্তা তো দূরে থাক, তারপর থেকে তাঁদের দেখা পর্যন্ত মেলেনি ৷
এলাকার বাসিন্দা গৌড় কোলে বলেন, "এখানে নেতারা রাস্তায় লাইট লাগাতে ব্যস্ত ৷ কিন্তু রাস্তার যে এই অবস্থা, তা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই ।মন্ত্রী বেচারাম মান্না বিধানসভায় আগে বলেছিলেন, রাস্তা হবে । কিন্তু রাস্তা হয়নি । পঞ্চায়েত ভোটে কোনও প্রার্থী দরকার নেই । রাস্তা না হলে আমরা ভোট বয়কট করব ।"