পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের দোকানে লাইন সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ - liquor store line

সামাজিক দূরত্ব কী জিনিস? ভোর থেকে থেকে মদের দোকানের সামনে ভিড় করেছেন সুরাপ্রেমীরা ৷

Hooghly
Hooghly

By

Published : May 6, 2020, 1:52 PM IST

Updated : May 6, 2020, 7:49 PM IST

হুগলি, 6মে : দেশজুড়ে একই ছবি ৷ লকডাউন, কোরোনা ভাইরাসের ভয় যেন অতীত ৷ এখন সুরাপ্রেমীদের একটাই সাধনা সুরা ৷ যার জেরে প্রতিটি রাজ্যেই মদের দোকানের সামনে লম্বা লাইন ৷ কোথাও এক তো কোথাও তিন কিলোমিটার লম্বা লাইন ৷ হুগলিতেও এক ছবি ৷

জেলার সর্বত্র মদের দোকান খুলতেই উপচে পড়া ভিড় । কোথাও আবার লাইন এড়াতে ভোর থেকে থেকে মদের দোকানের সামনে ভিড় করেছেন সুরাপ্রেমীরা ৷ সামাজিক দূরত্ব কী জিনিস? ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে । সেই চিত্র ধরা পড়ল শ্রীরামপুর-দিল্লি রোডের পেয়ারাপুর ফাঁড়ির কাছে ও পোলবার সুগন্ধায় ।

লাইন সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ

ইতিমধ্যে জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে এমন 18 টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার । সেই সমস্ত কনটেইনমেন্ট জ়োনে খোলেনি মদের দোকান । মাস্ক ছাড়া দেওয়া হচ্ছে না মদ । সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে পুলিশ ।

Last Updated : May 6, 2020, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details