পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

school campaigns for drop out students: স্কুলছুটদের ফেরাতে ব্যানার-মাইক নিয়ে প্রচার পড়ুয়া-শিক্ষকদের - স্কুলছুটদের ফেরাতে

স্কুলছুটদের ফেরাতে ব্যানার, প্ল্যাকার্ড, মাইক নিয়ে প্রচার চালালেন হুগলির পাণ্ডুয়ার বিলসরা উচ্চবিদ্যালয়ের (Hooghly school) ছাত্র ও শিক্ষকরা (school campaigns for drop out students)৷

hooghly-school-campaigns-with-mike-banner-to-bring-back-drop-out-students
স্কুলছুটদের ফেরাতে ব্যানার-মাইক নিয়ে প্রচার পড়ুয়া-শিক্ষকদের

By

Published : Dec 11, 2021, 12:54 PM IST

হুগলি, 11 ডিসেম্বর: স্কুলছুট ছাত্রছাত্রীদের ফেরাতে ব্যানার, প্ল্যাকার্ড, মাইক (campaigns with mike banner) নিয়ে গ্রামে গ্রামে প্রচার । এমনই দৃশ্য ধরা পড়ল তামলেপাড়া, বড়গ্রাম, বিলসরা, সরেনডাঙা গ্রামের রাস্তায় । হুগলির পাণ্ডুয়ার বিলসরা উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগ নিল । টানা প্রায় দেড় বছরেরও বেশি সময় বন্ধ ছিল স্কুল (west bengal schools)। সরকারি নির্দেশে নভেম্বরে স্কুল খোলার পর প্রায় এক মাস হয়ে গেলেও ক্লাসরুম এখনও ফাঁকা ৷ সেই কারণে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েই মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হল ৷

পাণ্ডুয়ার বিলসরা উচ্চ বিদ্যালয়ে (Hooghly school) নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা ছিল 209 জন । সেই সংখ্যাটা বর্তমানে 15 থেকে 25 শতাংশে নেমে এসেছে (school campaigns for drop out students)। এবার কন্যাশ্রী ক্লাবের সদস্যদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ । গ্রামে গ্রামে প্রচার চালাতে গিয়ে তারা হতবাক ৷ বেশ কয়েকজন ছাত্রীর বিয়ে হয়ে গিয়েছে, কেউ বা সংসার টানতে ভিনরাজ্যে কাজে চলে গিয়েছে । অসুস্থ, আর্থিক অবস্থা খারাপ, এমন নানা কারণেও স্কুলছুট হয়েছে পড়ুয়ারা ।

স্কুলছুটদের ফেরাতে ব্যানার-মাইক নিয়ে প্রচার পড়ুয়া-শিক্ষকদের

দশম শ্রেণির ছাত্রী দীপা ক্ষেত্রপাল ৷ বয়স 18 পেরোয়নি, তবু তার বিয়ে হয়ে গিয়েছে ৷ ওই গ্রামেরই একাদশ শ্রেণির ছাত্রী কৃষ্ণা ক্ষেত্রপালেরও বিয়ে হয়ে গিয়েছে ক'দিন আগে । তবে সহপাঠীরা বোঝানোর পর সে আবার স্কুলে যাবে বলে জানিয়েছে ৷

আরও পড়ুন:Covid Effect On Schools : স্কুলছুটদের স্কুলে ফেরাতে দাসপুরে শুরু ‘দুয়ারে রেজিস্ট্রেশন’

অষ্টম শ্রেণির ছাত্র সমিত ক্ষেত্রপাল আবার স্কুল ছেড়ে রাজকোটে গয়না তৈরির কাজ শিখছে । এই রকম আরও অনেক পড়ুয়া স্কুলে অনুপস্থিত থাকছে । নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করাতে হয় পড়ুয়াদের ৷ তারা অনুপস্থিত থাকায় সেটা করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা ।

আরও পড়ুন:School Reopening : চলবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণি ; তাই ব্যস্ততা কম পার্শ্ব শিক্ষকদের

কন্যাশ্রী পারভিন সুলতানার কথায়, "দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় ছেদ পড়েছিল । আবার স্কুল খুলেছে ৷ আবার নতুন করে ভাবতে হবে । শিক্ষা থেকে পিছিয়ে পড়লে সমাজ পিছিয়ে পড়বে ৷ তাই আমাদের কন্যাশ্রী মেয়েদের লাগাতার প্রচার চলবে ।"

স্কুলের প্রধান শিক্ষক মৈনাক মুখোপাধ্যায় জানালেন, দশম শ্রেণিতে 138 জন ছাত্রের মধ্যে 42 জন এসেছে । স্কুলছুটদের ক্লাসরুমে ফেরাতে স্কুল কর্তৃপক্ষ সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন :Sukanta Majumdar: স্কুল খোলার আগে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেওয়ার উচিত ছিল সরকারের: সুকান্ত

ABOUT THE AUTHOR

...view details