পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার 3 , তথ্য প্রমাণ পেশ পুলিশের - হুগলি গ্রামীণ পুলিশ

ভুয়ো সাংবাদিক গ্রেপ্তারের তথ্য প্রমাণ তুলে ধরতে আজ সাংবাদিক সম্মেলন করে হুগলি গ্রামীণ পুলিশ । সেখানে জানানো হয় ওই তিনজনের নামে আগেও অনেক অভিযোগ রয়েছে ।

Hooghly
আরামবাগ

By

Published : Jul 4, 2020, 9:28 PM IST

আরামবাগ, 4জুলাই : ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়েতোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সফিকুল ইসলামকে । সেই সত্যতা প্রমাণেরজন্যই শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান হুগলির গ্রামীণ পুলিশ সুপার ।সফিকুলের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের আছে বলে দাবি করেন পুলিশ সুপারতথাগত বসু । পাশাপাশি তোলাবাজির অভিযোগে তাঁর স্ত্রী আলিমা খাতুন-কে গ্রেপ্তার করাহয় । এর মধ্যে সুরাজ আলি খান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ।29জুন তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আরামবাগ আদালতে তোলা হলে তিনজনকেপুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় । পুলিশ তার বাড়ি থেকে কিছু কাগজপত্র উদ্ধার করে। তদন্তে জানা গেছে,সফিকুলযে সমস্ত সংবাদপত্র তার কোনওটাই বৈধ নয় । আর এই সংবাদপত্র ও সাংবাদিক পরিচয়ের নামেভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছে টাকা তোলা হত বলে দাবি করেছে পুলিশ । এমনকী,সফিকুল যে বাড়ি করেছে,পৌরসভার তরফ থেকে তার কোনও অনুমতি নেই।

পুলিশ সুপার তথাগত বসু জানান,সাংবাদিকের পরিচয় দিয়ে তোলাবাজি করা হয়েছে ।,তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সংবাদপত্রগুলির মধ্যেআরামবাগ পৌরবার্তার একাধিক সংস্করণ প্রকাশ করা হয়েছিল । তাতে কোনওRNIনেই । সেই কাগজগুলি বিজ্ঞাপন নেওয়া হলেও কোনরকম রশিদদেওয়া হত না । সমস্ত ব্যাপারটি আইন বিরুদ্ধ কাজ ।

শুনে নিন পুলিশ সুপার তথাগত বসুর বক্তব্য

অভিযুক্ত সুরজ আলি খানের বক্তব্য , তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details