পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kumursa Gram Panchayet: রাতে নিরাপত্তারক্ষী, দিনে জনপ্রতিনিধি, সাদামাটা জীবন কুমুড়সা গ্রাম পঞ্চায়েত প্রধানের - Hooghly News

হুগলির কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মুদি (Kumursa Gram Panchaye) ৷ আর দশজন পঞ্চায়েত প্রধানের মতো, তাঁর না আছে বড় বাড়ি না আছে গাড়ি ৷ দিনে পঞ্চায়েতের কাজ সামলান আর সংসার চালাতে রাতে নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি (Hooghly News) ৷

Hooghly Kumursa Gram Panchayet
সাদামাটা জীবন কুমুড়সা গ্রাম পঞ্চায়েত প্রধানের

By

Published : Dec 11, 2021, 4:13 PM IST

গোঘাট (হুগলি), 10 ডিসেম্বর : জনপ্রতিনিধি হওয়ার পর বহুক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক নেতা আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠেন ৷ অনেকে আবার ব্যক্তিগতভাবে দামি গাড়িও কেনেন ৷ কিন্তু, গোঘাটের কুমুড়সা গ্রাম পঞ্চায়েত (Kumursa Gram Panchaye) প্রধানের ক্ষেত্রে ছবিটা পুরোপুরি উল্টো ৷ পঞ্চায়েতের দায়িত্ব সামলে আগের মতো এখনও কোল্ড স্টোরেজে নাইট গার্ডের কাজ করে চলেছেন উত্তম মুদি ৷ কুমুড়সা গ্রাম পঞ্চায়েত প্রধানের এই অতিসাধারণ জীবন এখন লোকমুখে ঘুরছে ৷ সকলেই অবাক তাঁর এই রোজকার দিনযাপন নিয়ে ৷ পরিবারে এমনই অবস্থা টাকার অভাবে বড় ছেলের বি-টেকের সার্টিফিকেট আনতে পারেননি তিনি ৷ স্বাভাবিকভাবেই পঞ্চায়েত প্রধান উত্তম মুদির এই সাদামাটা জীবন সকলকেই অবাক করে দিয়েছে (Hooghly News) ৷

স্থানীয় সূত্রে খবর, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা মানুষ উত্তম মুদি ৷ বর্তমান পঞ্চায়েত প্রধান উত্তমবাবু বাড়ি লাগোয়া একটি কোল্ড স্টোরেজে অস্থায়ীভাবে নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন 2014 সাল থেকে ৷ কিছুদিন পরে তা অবশ্য স্থায়ী হয়ে যায় ৷ 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে জেতার পর কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের প্রধান করা হয় উত্তম মুদিকে ৷ তবে, পঞ্চায়েত প্রধান হলেও নাইট গার্ডের কাজ ছাড়েননি তিনি ৷

আরও পড়ুন : Panchayat pradhan arrested : সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান, শুরু রাজনৈতিক তরজা

পরিবারের তরফে জানানো হয়েছে, সকালে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে সাইকেলে 5 কিলোমিটার দূরে পঞ্চায়েতে যান উত্তম মুদি ৷ পঞ্চায়েত থেকে ফেরার সময়, রাস্তায় সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি ৷ মানুষও পঞ্চায়েত প্রধানকে সামনে পেয়ে নিজেদের অভাব-অভিযোগের জানান ৷ মনোযোগ সহকারে তাঁদের কথা শোনানে তিনি ৷ যে সমস্যা দ্রুত মিটে যাওয়ার, সেগুলি মিটিয়ে দেন ৷ পরে পঞ্চায়েত থেকে ফিরে সন্ধ্যায় কোল্ড স্টোরেজে নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন ৷ এর পর সারারাত কোল্ড স্টোরেজে কাটান ৷

পঞ্চায়েত প্রধান হয়েও নিজদের অতি সাধারণ এই জীবনযাপনে কোনও আক্ষেপ নেই উত্তম মুদির ৷ তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বলরামপুর এলাকার কোল্ড স্টোরেজে নাইট গার্ডের কাজ করছেন ৷ পঞ্চায়েত থেকে যা সাম্মানিক পান তাতে সংসার চলে না ৷ তাই সংসার চালাতে আগের মতো কোল্ড স্টোরেজে নাইট গার্ডের কাজ করছেন উত্তম মুদি ৷ অভাব এখনও মেটেনি ৷ এমনকি টাকার সমস্যার কারণে বড় ছেলের বি-টেকের সার্টিফিকেট এখনও তিনি আনতে পারেননি ৷ বাধ্য হয়েই সংসার চালানোর তাগিদে তিনি একইভাবে নাইট গার্ডের কাজ চালিয়ে যাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details