পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত হরিপালের স্বাধীনতা সংগ্রামী চুনীলাল সিংহরায়

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী চুনীলাল সিংহরায় । বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । গতবছর রাষ্ট্রপতি পুরস্কার পান তিনি ।

chunilal
chunilal

By

Published : Jun 7, 2020, 1:50 PM IST

হুগলি, 7 জুন : আজ সকালে মৃত্যু হল হরিপালের স্বাধীনতা সংগ্রামী চুনীলাল সিংহরায়ের । বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি । মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 93 বছর ।

স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া । মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই তাঁর বাড়িতে ভিড় জমান সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনরাও ।

সেই সময় দেশ জুড়ে চলছে ভারত ছাড়ো আন্দোলন । 1941-42 সময়কাল । ধনেখালির ভাণ্ডারহাটি বি এম ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র চুনীলাল সিংহরায় । প্রফুল্ল সেনকে আদর্শ মেনে যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে । সেই সময় আন্দোলনকারীদের কাছে গোপনে বুলেটিন পৌঁছে দিতেন তিনি । সঙ্গে ছিলেন তাঁর আরও দুই দাদা পান্নালাল এবং জহরলাল ।

শিক্ষকদের কথা অমান্য করেই তখন চলত এই কাজ । এক সময় পুলিশের কাছে ধরা পড়ে জেলও খাটেন কিছুদিন । প্রায় ১৫০ পুলিশ বাড়ি ঘেরাও করে তাঁকে গ্রেপ্তার করে । হুগলি জেলে বেশ কিছু দিন জেল খাটার পর অসুস্থ হয়ে পড়েন তিনি । অসুস্থতার কারণে জেল থেকে ছাড়া পেলেও গৃহবন্দী করে রাখা হয় চুনীলাল বাবুকে । প্রায় চার মাস গৃহবন্দী থাকার পর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তাঁর মাসির বাড়ি আরামবাগে । এরপর আর পুলিশ তারা কোনও খোঁজ পায়নি।

স্বাধীন হয় দেশ । বারাণসীর রামকৃষ্ণ মিশনে প্রভাত ফেরির মাধ্যমে উদযাপন করা হয় দেশের স্বাধীনতা প্রাপ্তি । সেই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন বেনারসের রামকৃষ্ণ মিশনের কর্মী চুনীলাল সিংহরায় । 34 বছর বয়সে শিক্ষকতার কাজে যোগ দেন হরিপালের জেঁজুর প্রথমিক বিদ্যালয়ে ।

1972সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন স্বাধীনতা সংগ্রামীর স্বীকৃতিতে তাম্রপত্র দিয়ে সম্মানিত করেন চুনীলাল বাবু ও তাঁর দুই দাদা পান্নালাল এবং জওহরলাল বাবুকে।


গত বছর অগাস্ট মাসে স্বাধীনতা সংগ্রামী হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার পান চুনীলাল । রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তির পর তিনি বলেছিলেন, “দেশের ছাত্র ছাত্রীরা পড়াশোনা শেষ করার পর যেন দেশেই কাজ করেন । দেশের বাইরে যেন চলে না যান ।”

ABOUT THE AUTHOR

...view details