পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Awareness: ফাইবারের মশা তৈরি করে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধিতে নয়া উদ্যোগ প্রশাসনের - হুগলি প্রশাসন

পুজোর আগে ডেঙ্গি সচেতনতা বাড়াতে ফাইবারের মশা তৈরি করল হুগলি প্রশাসন । ট্যাবলো করে গ্রামে গঞ্জে ঘুরবে এই মশা ৷

dengue
ডেঙ্গি

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 9:23 PM IST

ফাইবারের মশা তৈরি করল হুগলি প্রশাসন

চুঁচুড়া, 30 অগস্ট: ডেঙ্গি সচেতনতায় এবার অভিনব উদ্যোগ নিলে হুগলি জেলা প্রশাসন । ডেঙ্গি মুক্ত বাংলা গড়তে তৈরি করা হচ্ছে ট্যাবলো । আর সেই ট্যাবলোর সবচেয়ে বড় আকর্ষণ হল ফাইবারের তৈরি একটি বড় এডিস মশা ৷ গ্রাম গঞ্জের সাধারণ মানুষকে সচেতন করতে ব্যবহার করা হবে এটি ৷ মশার সঙ্গে ট্যাবলোতে থাকছে বিভিন্ন সচেতনামূলক বার্তা ৷ যেমন, যথেচ্ছাভাবে যত্রতত্র জল জমতে না দেওয়া । বাড়িতে মশার লার্ভা না জন্মায় তার দিকে নজর রাখতে হবে । হুগলির রাজহাটের একটি ফাইবারের মডেল তৈরির কারখানায় এই মশাটি বানিয়েছে । শিল্পীর হাতের যাদুতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মশার ডানা থেকে মুখের অংশ ।

জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, সেপ্টেম্বরের প্রথমেই এই ট্যাবলোকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হবে । জেলার বিভিন্ন জায়গায় এই ট্যাবলো ঘুরবে, যাতে মানুষ আরও সজাগ হয় । হুগলি জেলায় ভালো রকমই থাবা বসিয়েছে ডেঙ্গি । এর মধ্যে সিঙ্গুর, হরিপাল, চণ্ডীতলা, শ্রীরামপুর-সহ একাধিক জায়গা হটস্পট জোন করে দেওয়া হয়েছে । প্রতিদিন জেলা জুড়ে প্রায় 50 জন ডেঙ্গি পজেটিভ ধরা পড়ছে । বিভিন্ন মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে চলেছে ।

এই আবহাওয়ায় মশার প্রকোপ বাড়ছে । সরকারি সচেতনতার সঙ্গে জেলা স্বাস্থ্য দফতর বিভিন্ন ব্লক হাসপাতালে ডেঙ্গির পরীক্ষা করাচ্ছে । বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করছেন । আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে । তাই মশার মডেল ও বিভিন্ন নির্দেশিকা রাখা হচ্ছে এই ট্যাবলোতে । এর সঙ্গে চলবে মাইকিং । এই ট্যাবলোর মাধ্যমে বিশেষ সচেতনতার বার্তা পৌঁছবে মানুষের কাছে ।

ফাইবারের এডিস মশা

শিল্পী সঞ্জীব অধিকারী বলেন, "জেলার তরফে এই ফাইবারের মশা তৈরির বরাত আসে । ছোট কাজ হলেও মানুষকে সচেতন করার লক্ষ্য ৷ তাই এই স্বার্থেই কাজটি নেওয়া হয়েছে । মাটি দিয়ে মশার মডেল তৈরি করে তারপর ফাইবার দিয়ে করা হয়েছে এডিস মশাকে । জনস্বার্থে প্রচারের জন্য এটি করা হয়েছে ৷ এটি রোদে জলে নষ্ট হবে না ।" জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, "বাড়িতেই জমা জলেই এডিস মশার লার্ভা জন্মাচ্ছে । এই সময় বৃষ্টির জমা জলে সমস্যা আরও বাড়ছে । মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য । এর জন্য দফায় দফায় প্রশাসনিক মিটিং করা হচ্ছে । বিভিন্ন ব্লকে ডেঙ্গির পরীক্ষা করা চলছে । যাতে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় ।"

আরও পড়ুন:ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি জেলা সভাপতির মায়ের, হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ নেতার

হুগলি জেলাশাসক পি দিপাপ প্রিয়া জানান, কয়েকটি মশার মডেল তৈরি করা হয়েছে । ট্যাবলোর উপরে সেই মডেল এবং ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হবে । জেলার প্রতিটি ব্লক পৌরসভায় ঘুরবে এই ট্যাবলো । এর সঙ্গে একটি অডিয়ো বার্তাও থাকবে । পুজোর আগে ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । তবে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এই প্রচার ।

ABOUT THE AUTHOR

...view details