হিন্দমোটর, 26 মে :বৈদ্যুতিক গাড়ি কারখানার স্বপ্ন দেখছে হিন্দমোটর (Hindustan Motors) । যে হিন্দমোটর কারখানা হাজার হাজার শ্রমিক কাজ তা বর্তমানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । শোনা যাচ্ছে, ইউরোপের এক গাড়ি সংস্থার সঙ্গে হিন্দুস্থান মোটরসের মৌ স্বাক্ষরিত হয়েছে । এই খবর হিন্দমোটর শ্রমিক মহল্লায় ছড়িয়ে পড়তেই নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা । তবে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এই চুক্তি নিয়ে । কারণ কোন কোম্পানী কী ধরনের গাড়ি তৈরি করবে তা এখনও স্পষ্ট নয় । পুরনো শ্রমিকদের কতটা কাজে লাগবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে । তবুও শ্রমিকরা এই খবর শুনে সন্তুষ্ট ।
2014 সালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলেছিল হিন্দুস্তান মোটরস কারখানায় । গত আট বছরে কারখানার শ্রমিকদের অবস্থা খারাপ হয়েছে । বেতন বন্ধ হওয়ায় অনেকেই বিকল্প কাজ খুঁজে নিতে বাধ্য হয়েছেন । এখনও সাড়ে তিনশো শ্রমিক রয়েছেন হিন্দমোটরে । বেশ কিছু শ্রমিক পরিবার শ্রমিক আবাসে থাকেন । পানীয় জল বিদ্যুতের সমস্যার মধ্যেও তাঁরা কষ্ট করে রয়েছেন । যদি কখনও কারখানা খোলে সেই আশায় । কারখানা খোলার দাবিতে বহু আন্দোলন হয়েছে । কিন্তু বিড়লা কর্তৃপক্ষের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি । উল্টে বেঙ্গল শ্রীরামকে প্রায় সাড়ে তিনশো একর জমি বিক্রি করে দেওয়া হয়েছে । তারও পরে হিরানন্দানীকে একশো একর জমি বেচে দেওয়া হয় । বর্তমানে 275 একর জমি রয়েছে বিড়লাদের হাতে । তারমধ্যে 96 একরে রয়েছে কারখানা । সেই কারখানাতেই ব্যাটারি চালিত গাড়ি ও বাইক তৈরি হবে বলে জানা গিয়েছে । তাতেই শ্রমিক ইউনিয়নগুলি স্বাগত জানিয়েছে এই কারখানা চালু করার উদ্যোগকে । নতুন করে হিন্দুস্থান মোটর চালু হলে সবরকম সাহায্য করবে হিন্দুস্থান মোটরের ইউনিয়নগুলি ।