হিন্দমোটর, 12 ডিসেম্বর: সাতসকালে ব্যস্ত স্টেশনে তিন যুবতীর মধ্যে মারামারি ৷ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে ওই তিনজনের মধ্যে একজন বাকি দু’জনের উদ্দেশ্যে ছুরি চালাতে শুরু করে ৷ তার জেরে দু’জন আহতও হন ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে হুগলির হিন্দমোটর স্টেশনে ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে স্টেশনে থাকা যাত্রীরা ওই তিন যুবতীর মারামারি থেকে দূরত্ব বজায় রেখেছিলেন ৷ কিন্তু একজন ছুরি নিয়ে বাকি দু’জনকে আক্রমণ করা শুরু করতেই নিত্যযাত্রীরা পরিস্থিতি সামলাতে এগিয়ে যান ৷ তাঁদের নিরস্ত্র করে উত্তরপাড়া হাসপাতালে পাঠিয়ে দেন ৷ সেখানেই তিনজনের প্রাথমিক চিকিৎসা হয় ৷ পরে তাঁদের বেলুড় জিআরপি-তে নিয়ে যাওয়া হয় ৷
এই বিষয়ে জিআরপি-র তরফে এখনও কোনও কিছু জানানো হয়নি ৷ তবে জিআরপি-র একটি সূত্র থেকে জানা গিয়েছে, ওই তিন যুবতীকে আটক করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ প্রয়োজনে লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জিআরপি জানতে পেরেছে যে ওই যুবতীরা শ্রীরামপুর ও কুন্তীঘাট থেকে বিভিন্ন স্টেশনে নেমে কাজ করতে যান ৷ তাঁরা ট্রেনেই যাতায়াত করেন ৷ গত কয়েকদিন ধরেই ওই তিন যুবতীর মধ্যে গোলমাল চলছে ৷ সোমবার রাতেই ট্রেনে এক দফা মারামারি হয় ওই যুবতীদের মধ্যে ৷ তাঁদের মধ্যে একজন জানান যে সোমবার রাতে তাঁর চশমা ভেঙে দেওয়া হয় ৷ তিনিও পালটা মারধর করেন ৷
অভিযোগ, তিনজনের মধ্যে অন্য দুই যুবতী মঙ্গলবার সকালে হিন্দমোটর স্টেশনে দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের উদ্দেশ্য ছিল তৃতীয়জনকে মারধর করা হয় ৷ তৃতীয়জন আসতেই তাঁরা প্রথমে ঝগড়া শুরু করেন ৷ অচিরেই সেই ঝগড়া মারামারিতে পরিণত হয় ৷ সেই সময় আচমকা তৃতীয়জন ব্যাগ থেকে ফল কাটার ছুরি বের করে অন্য দু’জনের উপর ঝাঁপিয়ে পড়েন ৷ এতে একজনের মুখে ও কানে আঘাত লাগে ৷ আর দ্বিতীয় জনের হাত কেটে যায় ৷