বলাগড়, 24 অগস্ট:শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন প্রধান শিক্ষক (Head Master arrested for molesting)৷ একাধিক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল হুগলির জিরাটের আশুতোষ নগর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দত্তের বিরুদ্ধে ।
দীর্ঘদিন ধরে তিনি ছাত্রীদের শ্লীলতাহানি করতেন বলে অভিযোগ(Complaints against the head master)। এমনকি এই কথা যাতে ছাত্রীরা কাউকে না বলে তার জন্য ভয় দেখাতেন অভিযুক্ত প্রধান শিক্ষক ৷ যার জন্য ভয়ে স্কুলে আসতে চাইত না ছাত্রীরা । প্রথমদিকে কেউ ভয়ে বাড়িতে না বললেও পরে সন্দেহ হয় অভিভাবকদের । ঘটনার কথা অভিভাবকদের কাছে জানাজানি হতেই বিক্ষোভ শুরু হয় স্কুলে । বুধবার স্কুলে এসে অভিভাবকরা চড়াও হন প্রধান শিক্ষকের উপর । সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷
আরও পড়ুন :দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বাবাকে খুন ছেলের, গুরুতর জখম সৎ মা
তাঁদের দাবি, এই প্রধান শিক্ষককে অবিলম্বে শাস্তি দিতে হবে । সমাজ গঠনের কারিগররাই যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে । তাহলে কোন ভরসায় স্কুলে পাঠাব মেয়েদের ?
ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষকের গ্রেফতারি নিয়ে অভিভাবকদের প্রতিক্রিয়া খবর পেয়ে বলাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ গ্রেফতায় করা হয় অভিযুক্ত প্রধান শিক্ষককে ৷ যদিও এই ঘটনায় অবাক স্কুলের মিড-ডে মিলের কর্মীরা ৷ তাঁদের বক্তব্য, এই স্কুলে দীর্ঘ 18 বছর ধরে কাজ করছেন তাঁরা । ওই শিক্ষক এরকম নন ৷ এর আগে কোনওদিন এরকম ঘটনা ঘটেনি ।
জয়ন্ত সাহা নামে এক অভিভাবক বলেন,"দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটত । কিন্তু বাচ্চারা ভয়ে বলতে পারত না । আমার পরিবারের সঙ্গে এটা ঘটায় আমাকে জানতে পারি । অনেকের বাচ্চা ভয়ে স্কুলে আসছে না । এই প্ৰধান শিক্ষকের চরম শাস্তি হোক আমরা চাই ।"
আরও পড়ুন :স্মারকলিপি নিতে নারাজ শিক্ষামন্ত্রী, পথে নেমে প্রতিবাদ মিড ডে মিলের রাঁধুনিদের