হুগলি, 22 এপ্রিল : দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে ডাকাতির অভিযোগ 6 দুষ্কৃতীকে গ্রেফতার করল হুগলি গ্রামীণ পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও দু’টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ ৷ মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ওই 6 জনকে গ্রেফতার করে পুলিশ ৷
অভিযোগ, মঙ্গলবার রাতে কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি ট্রাক ৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর 6 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই ট্রাকটিকে থামায় ৷ এর পর চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা ৷ ওই ঘটনার পরেই ট্রাকের চালক হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন ৷ তৎক্ষণাৎ তদন্তে নেমে ট্রাক চালকের মোবাইলের লোকেশন ট্র্যাক করতে থাকে পুলিশ ৷ এর পর পান্ডুয়া ও হরিপাল থানার পুলিশ বুধবার রাতে পান্ডুয়ার বৈঁচি থেকে 6 জনকে গ্রেফতার করে ৷ ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷