পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লুঠের সামগ্রী সহ 6 ডাকাতকে গ্রেফতার করল হরিপাল পুলিশ

দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ডাকাতির অভিযোগে 6 দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিপাল থানার পুলিশ ৷ মঙ্গলবার রাতে কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেস দিকে যাচ্ছিল একটি ট্রাক ৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর 6 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ট্রাকটিকে থামিয়ে ডাকাতি করে ৷

haripal-police-arrested-6-robbers-with-loot-items-in-hooghly
লুঠের সামগ্রী সহ 6 ডাকাতকে গ্রেফতার করল হরিপাল পুলিশ

By

Published : Apr 22, 2021, 6:27 PM IST

হুগলি, 22 এপ্রিল : দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে ডাকাতির অভিযোগ 6 দুষ্কৃতীকে গ্রেফতার করল হুগলি গ্রামীণ পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও দু’টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ ৷ মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ওই 6 জনকে গ্রেফতার করে পুলিশ ৷

অভিযোগ, মঙ্গলবার রাতে কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি ট্রাক ৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর 6 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই ট্রাকটিকে থামায় ৷ এর পর চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা ৷ ওই ঘটনার পরেই ট্রাকের চালক হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন ৷ তৎক্ষণাৎ তদন্তে নেমে ট্রাক চালকের মোবাইলের লোকেশন ট্র্যাক করতে থাকে পুলিশ ৷ এর পর পান্ডুয়া ও হরিপাল থানার পুলিশ বুধবার রাতে পান্ডুয়ার বৈঁচি থেকে 6 জনকে গ্রেফতার করে ৷ ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : মালদায় ব্যাঙ্কে ডাকাতি করতে গিয়ে ধৃত বাংলাদেশি

পুলিশ জানিয়েছে, ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাদের নাম নির্মল হালদার, নিমাই, শেখ পেয়ার আলি, অসিত অধিকারী, মন্টু প্রামাণিক, শেখ বাচ্চু ৷ এদের সবার বাড়ি পান্ডুয়াতে ৷ শেখ পেয়ার আলির বাড়িতে মাটি খুঁড়ে পুলিশ মোবাইল উদ্ধার করেছে ৷ তবে, নগদ টাকার হিসেব এখনও পায়নি পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details