পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হুগলির গোঘাটে উদ্ধার BJP-র যুব মোর্চার সভাপতির দেহ, খুন না আত্মহত্যা ? - hanging body recovered

হুগলির গোঘাটে উদ্ধার হল BJP-র যুব মোর্চার সভাপতির ঝুলন্ত দেহ । তৃণমূলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ।

aa
শিবির

By

Published : Aug 23, 2020, 12:23 PM IST

হুগলি, 23 অগাস্ট: গোঘাটে উদ্ধার হল BJP-র যুব মোর্চার সভাপতির ঝুলন্ত দেহ । 46 নম্বর জেলা পরিষদ এলাকার যুব মোর্চার সভাপতি পদে আসীন ছিলেন তিনি । মৃতের নাম সৌভিক মুখোপাধ্যায় (26) । বাড়ি গোঘাটের নারায়ণপুর গ্রামে।

আজ সকালে বাড়ি থেকে সৌভিকের দেহ উদ্ধার করে পুলিশ । দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । তৃণমূল নেতাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ।

তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । প্রণয় ঘটিত কারণেই সৌভিক আত্মহত্যা করে থাকতে পারে বলে দাবি করা হচ্ছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details