হুগলি, 12 অগস্ট:গৃহবধূর বাড়ির ছাদের কার্নিশ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম শেখ হায়দার (30) ৷ শনিবার সকালে হুগলি ঘাট স্টেশন সংলগ্ন পাংখাটুলি এলাকার ঘটনা ৷ অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ অভিযোগের তীর গৃহবধূ ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ উত্তেজিত জনতা ওই গৃহবধূর বাড়িতে ভাঙচুর চালায় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অভিযুক্ত গৃববধূ, তার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে খবর, পাংখাটুলি এলাকার বাসিন্দা শেখ হায়দার (30) বিবাহিত ৷ তবে তিন বছর ধরে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ জুলাই মাসের 15 তারিখ ওই গৃহূবধূর সঙ্গে চুঁচুড়ার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল হায়দার । দিন দু’য়েক আগে ওই গৃহবধূ তাঁর স্বামীকে ফোন করে জানায় সে ব্যারাকপুরে আছে ৷ তারপরই ওই গৃহবধূর স্বামী তাঁকে নিয়ে আসে ৷ হায়দারের খোঁজ না মেলায় চুঁচুড়া থানায় অভিযোগ জানান মৃতের পরিবার ৷ তারপরেই আজ ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে মৃতের পকেট থেকে একটি সুইসাইড নোট মিলেছে ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা হলেও ৷ তবে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷