পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা ? - Hanging body recovered in Chunchura

তালডাঙার দত্ত কলোনির বাসিন্দা শান্তনু বিশ্বাস । দীর্ঘদিন ধরে চন্দননগর LED লাইটিংয়ের কাজ করতেন তিনি । কিন্তু লকডাউনের কারণে সব কাজ বন্ধ হয়ে যায় । তাই ইদানিং রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি । দত্ত কলোনিতে স্ত্রীর সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন । প্রতিবেশীরা জানিয়েছে , স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত তাঁর । গতকাল রাতেও ঝামেলা হয় ।

chunchura
চুঁচুঁড়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Aug 22, 2020, 5:19 PM IST

চুঁচুড়া , 22 অগাস্ট : চুঁচুড়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতের নাম শান্তনু বিশ্বাস (25) । পরিবারের অভিযোগ , স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছেন ওই যুবক । যদিও পরিবারের তরফে স্ত্রীর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । চুঁচুঁড়ার থানার তালডাঙা দত্ত কলোনির ঘটনা ।

তালডাঙার দত্ত কলোনির বাসিন্দা শান্তনু বিশ্বাস । দীর্ঘদিন ধরে চন্দননগর LED লাইটিংয়ের কাজ করতেন তিনি । কিন্তু লকডাউনের কারণে সব কাজ বন্ধ হয়ে যায় । তাই ইদানিং রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি । দত্ত কলোনিতে স্ত্রীর সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন । প্রতিবেশীরা জানিয়েছে , স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত তাঁর । গতকাল রাতেও ঝামেলা হয় । রাতেই স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসে । রাতে একাই ছিলেন ওই যুবক ।

প্রতিদিন সকালে উঠে তিনি কাজে যান । কিন্তু , আজ সকালে অনেক বেলা পর্যন্ত ঘর বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয় । অনেক ডাকাডাকি করে না ওঠায় , তারা দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় । এরপরই তারা চুঁচুড়া থানায় খবর দেয় । পুলিশ দেহটি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

মায়ের অভিযোগ , স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে শান্তনু । মা মিনতি বিশ্বাস বলেন , " আমার ছেলের সঙ্গে অশান্তি হয় । তাই আলাদা থাকতে বলেছিলাম ।বউমা মাঝে মাঝে আত্মহত্যার হুমকি দিত । তাই আলাদা করে শান্তিতে থাকার জন্য বলেছিলাম । ওদের সন্তান আমার কাছেই থাকত । ঠিক মতো বউমা রান্না করত না । বাড়ি থেকে বিভিন্ন জায়গায় বেরিয়ে যেত । অনেকেই অনেক কথা বলত । বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত । অন্য কারও সঙ্গে সম্পর্ক থাকতে পারে ।"

অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে চুঁচুড়া থানার পুলিশ । যদিও স্ত্রীর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details