তারকেশ্বর, 10 জুলাই : GRP-র জালে দুই মোটরবাইক চোর । তাদের জেরা করে গতরাতে তারকেশ্বর থেকে 8টি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে কামারকুণ্ডু GRP । দুই ধৃতের নাম আব্বাস ও কালাম । দু'জনের বাড়ি তারকেশ্বর থানার গয়েশপুরে । এদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তদন্ত শুরু করেছে কামারকুন্ডু GRP।
GRPর জালে দুই বাইক চোর, উদ্ধার 8 টি বাইক - Tarakeswar Railway Station
GRP-র জালে দুই মোটরবাইক চোর । আটটি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে কামারকুণ্ডু GRP।
![GRPর জালে দুই বাইক চোর, উদ্ধার 8 টি বাইক](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3798405-thumbnail-3x2-kamar.jpg)
কামারকুণ্ডু GRP
গতরাতে কামারকুণ্ডু GRP কর্মীরা তারকেশ্বর স্টেশনে সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন । তাঁদের আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য । তখনই তারা মোটরবাইক চুরির কথা জানায় ।
এর পরই ধৃতদের সঙ্গে নিয়ে তারকেশ্বরের বিভিন্ন গ্যারেজ ও ধৃতদের বাড়িতে তল্লাশি চালায় কামারকুণ্ডু GRP । তল্লাশিতে মোট আটটি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে কামারকুণ্ডু GRP।