পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেউ লক্ষ্মণরেখা পার করবেন না, বার্তা রাজ্যপালের

শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপুজো দর্শনে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন, "প্রত্যেকেরই একটা রেডলাইন বা লক্ষ্মণরেখা থাকে, যেটা তিনি নিজেও কোনওদিন পার করবেন না ৷ আমি সবাইকে হাত জোড় করে বিনীত আবেদন করছি যে, কেউ লক্ষ্মণরেখা পার করবেন না ৷"

By

Published : Oct 7, 2019, 5:12 PM IST

Updated : Oct 7, 2019, 7:24 PM IST

রাজ্যপাল জগদীপ ধনকড়

শ্রীরামপুর, 7 অক্টোবর : শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপুজো দর্শনে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সপরিবারে প্রতিমা দর্শন করেন তিনি ৷ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে জলযোগ সারেন ৷

প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন, "এখানে এসে আমি যা দেখলাম তাতে আমি অভিভূত ৷ এই কথা আমি ভুলব না ৷ মা দুর্গার কাছে আমি এটাই বলব, প্রত্যেক মানুষের একটাই ধর্ম ৷ নিজের সীমা থাকা উচিত প্রত্যেক মানুষের ৷ প্রত্যেক মানুষের ধর্ম নিজের কাজ করা ৷ আমি স্বাধীনতার পর জন্মেছি ৷ স্বাধীনতার আগে অনেক বড় বড় মানুষ এসেছেন ৷"

দেখুন ভিডিয়ো

জগদীপ আরও বলেন, "প্রত্যেকেরই একটা রেডলাইন বা লক্ষ্মণরেখা থাকে, যেটা তিনি নিজেও কোনওদিন পার করবেন না ৷ আমি সবাইকে হাত জোড় করে বিনীত আবেদন করছি যে, কেউ লক্ষ্মণরেখা পার করবেন না ৷ হিন্দুস্তানের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা স্থান ছিল সবচেয়ে উঁচুতে ৷ এর কারণও আছে ৷ আমি সারা দেশ দেখেছি, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি তা অন্যরকম ৷ আমরা এক মনে যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আবার আগের জায়গা আমরা ফিরে পাব ৷"

নবমী পুজোর প্রদীপ জ্বাললেন রাজ্যপাল

গত 4 অক্টোবর পলতায় একটি পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যপাল ৷ সেখানে তাঁর কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানান তিনি ৷ শপথ অনুযায়ী তাঁর দুটি দায়িত্বের কথা মনে করিয়ে দেন করান রাজ্যপাল । এ প্রসঙ্গে সংবিধান রক্ষা করা এবং পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার কথা উল্লেখ করেছিলেন তিনি ৷

বিরোধী দলনেতা আবদুল মান্নানের সঙ্গে সপরিবারে রাজ্যপাল
Last Updated : Oct 7, 2019, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details