বৈদ্যবাটি, 23 নভেম্বর : সরকারি আধিকারিকের গাড়িতে লরির ধাক্কা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সরকারি ওই আধিকারিকের ৷ মৃত ওই আধিকারিকের নাম দিলীপ হাজরা, বয়স 48 বছর ৷ গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আজ সকাল 8টা 15 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটির দীর্ঘাঙ্গি মোড়ে (Road Accident in Baidyabati Hooghly) ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড লাগানো ছিল বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, আজ সকালে কলকাতার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি বর্ধমানের দিকে যাচ্ছিল ৷ সেই সময় হুগলির (Hooghly News) বৈদ্যবাটির দীর্ঘাঙ্গি মোড়ে একটি লরি দ্রুত গতিতে এসে ওই প্রাইভেট গাড়ির পিছনে ধাক্কা মারে (Road Accident in Baidyabati) ৷ যার জেরে গাড়িটির সামনে থাকা একটি রোড রোলারে সজোরে গাড়িটি গিয়ে ধাক্কা মারে ৷ সেই ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, গাড়িটি বাঁ দিকের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায় ৷ গাড়ির পিছনের আসনে বসে থাকা সরকারি আধিকারিক দিলীপ হাজরা ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশের তরফে জানানো হয়েছে (Goverment Employee Die in Hooghly) ৷ অন্যদিকে, গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে ৷