হুগলি, 2 ডিসেম্বর : দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে (Rs 5 crore theft at Khanakul) । সোনা-রুপোর গয়না ও নগদ-সহ প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে এই চুরি ঘটেছে ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানে চুরি হয় ৷ দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা ৷ সব মিলিয়ে প্রায় 5 কোটি টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেদের দল ৷ বৃহস্পতিবার অর্থাৎ এদিন সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের ৷ তারপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷