পাণ্ডুয়া, 12 জানুয়ারি : নির্মাণ সহায়ক পদে যোগ দিতে এসে গ্রেপ্তার হল চারজন ৷ চারজনের মধ্যে তিনজন যুবক এবং একজন মহিলা ৷ এদের চারজনেরই বাড়ি মগরা , পাণ্ডুয়া ,মেমারির বিভিন্ন জায়গায় ৷
নির্মাণ সহায়ক পদে নিয়োগ সন্দেহে গ্রেপ্তার চার - নির্মাণ সহায়ক পদে জালিয়াতি
নির্মাণ সহায়ক পদে যোগ দিতে এসে, ঊর্ধতন আধিকারিকদের চাপে তিনজন যুবক এবং একজন মহিলা ৷ চাপে পড়ে তারা স্বীকার করে তাদের জালিয়াতের কথা ৷ পুলিশ এসে গ্রেপ্তার করে চারজনকে ৷
গ্রেপ্তার হওয়া যুবক ও মহিলা
গতকাল বিডিও অফিসে বিভিন্ন পঞ্চায়েতের পদে নাম নথিভুক্ত করতে আসে এই চারজন ৷ সেই মতোই তাদের অফিসে বসিয়ে রাখা হয় ৷ পরে তাদের উপর সন্দেহ হয় ঊর্ধতন আধিকারিকদের ৷ জিজ্ঞাসাবাদ করা হয় তাদের ৷ জিজ্ঞাসাবাদের জেরে তারা স্বীকার করে তাদের জালিয়াতের কথা ৷
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায় ৷ পুলিশ এসে গ্রেপ্তার করে চারজনকে ৷ পরে তাদের পেশ করা হয় চুঁচুড়া আদালতে ৷