চুঁচুড়া, 16 অগস্ট: প্রয়াত হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল (former MP from Hoogly Rupchand Pal passes away) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । তিনি সাতবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৷ গত কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি । বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । পরিবার সূত্রে খবর, সোমবার রাতে তাঁর অসুস্থতা বাড়ে । স্নায়ুরোগে আক্রান্ত হন তিনি । মঙ্গলবার ভোরে তাঁকে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে ৷ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ শোকাহত তাঁর পরিবার ও বাম নেতা-কর্মীরা । পড়াশোনা শেষে মগড়া বাগাটি শ্রী গোপাল বন্দ্যোপাধ্যায় কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে বাংলায় অধ্যাপনা কাজ যুক্ত হন তিনি । পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেন ৷ তার আগে 1958 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন রূপচাঁদ পাল । সিআইটিইউ সংগঠনের জেলা সহ-সভাপতি থাকার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের যুক্ত ছিলেন তিনি ।