পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ind vs Pak: ভারতের জয়ের জন্য হোমযজ্ঞ ব্যান্ডেলে - Hooghly

ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের জয়ের জন্য যজ্ঞের আয়োজন করল ব্যান্ডেলের গোপীনাথপুর নিউ ইয়ং স্টাফ ক্লাবের সদস্যরা ৷ ব্রাহ্মণ দিয়ে পূজার্চনার ব্যবস্থাও করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরাও ৷

Ind Vs Pak
রতের জয়ের জন্য হোমযজ্ঞ ব্যান্ডেলে

By

Published : Oct 24, 2021, 6:10 PM IST

Updated : Oct 24, 2021, 7:08 PM IST

ব্যান্ডেল, 24 অক্টোবর: টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আজ অনুষ্ঠিত হতে চলেছে ৷ যাকে ঘিরে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ ৷ টি-20 বিশ্বকাপে ভারতের জয়ের জন্য হোম যজ্ঞ করা হল ব্যান্ডেলে। ব্যান্ডেলের গোপীনাথপুর নিউ ইয়ং স্টাফ ক্লাবের সদস্যরা এই বিশাল যজ্ঞের আয়োজন করেন। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে সমগ্র ভারতবাসী। এলাকার কালীমন্দিরে ব্রাহ্মণ দিয়ে পূজার্চনার ব্যবস্থা করা হয়। ক্লাবের ছোটো থেকে বড় সকল সদস্যই বাজনা বাজিয়ে উল্লাসে মাতেন যজ্ঞ উপলক্ষ্যে।

দীর্ঘদিন পর দুবাইয়ে আবার ভারত-পাকিস্তান ক্রিকেটের মহাযুদ্ধ হতে চলেছে। তাই জেতার আশায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের আসরে পাকিস্তানকে আবারও হারানোর আশায় ভগবান শিবকে সন্তুষ্ট করতে পুজোর আয়োজন করা হয়। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতকে ছুঁতেই পারে না। তাই এই বিষয়ে গর্ব আছে ভারতীয় সমর্থকদের। সদ্য আইপিএল শেষ হয়েছে। দুবাইতে বেশ কয়েকটি ম্যাচ খেলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন বিরাট-রোহিতরা। সেদিক থেকে পাকিস্তান কিছুটা পিছিয়ে রয়েছে। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে মনোবল তুঙ্গে বিরাট বাহিনীর। বাবর আজমদের মাঠে জবাব দিতে প্রস্তুত ভারতের 11 জন খেলোয়াড়।

আরও পড়ুন: মাহিকে ম্যাচ ছেড়ে দেওয়ার কাতর আর্জি পাক সমর্থকের

ভারতের জয়ের জন্য প্রার্থনা করা হয় ক্লাবে। আর স্লোগান উঠেছে 'যত বার লড়বি তত বার হারবি।' ক্লাবের এক উদ্যোক্তা বলেন, "ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই যজ্ঞ শুরু হয়েছে আমাদের ক্লাবে। করোনার কারণে দুবাইতে টি-20 বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা আশাবাদী আমাদের দেশ জিতবে। ভারত-পাকিস্তান সব খেলাতে আমরা যজ্ঞ করে থাকি। ভারতের 11 জন খেলোয়াড়ই ভাল খেলবেন ৷ বিরাট কোহলি-রাহুলদের নিয়ে আমরা খুবই আশাবাদী। পাকিস্তানের কোনও বোলারই বিরাট কোহলিকে ছুঁতে পারবে না।"

Last Updated : Oct 24, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details