পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cylinder Blast : তেলিনিপাড়ায় সিলিন্ডার ফেটে দুই শিশু-সহ আহত 5 - Hoogly

গুরুতর আহত তিনজনকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় । আর একজনকে কলকাতায় পাঠানো হয়েছে ৷

five persons were injured in a cylinder blast at bhadreshwar telinipara
Cylinder Blast : তেলিনিপাড়ায় সিলিন্ডার ফেটে দুই শিশু-সহ আহত 5

By

Published : Oct 22, 2021, 9:58 PM IST

ভদ্রেশ্বর, 22 অক্টোবর : গ্যাসের সিলিন্ডার ফেটে দুই শিশু-সহ আহত পাঁচজন । শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর তেলেনিপাড়ার ফাঁড়ির কাছে চার নম্বর খোলিতে । এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় । আর একজনকে কলকাতায় পাঠানো হয়েছে ৷

অভিযোগ, বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করত ফিরোজ খান নামে এক ব্যক্তি । তিনি ছোট গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন । সেই সঙ্গে সিলিন্ডারে থেকে গ্যাস ভরার ব্যবসাও করত । সেই সময় শর্টসার্কিট বা অন্য কোনও কিছু থেকে আগুন লেগে বিস্ফোরণ হয় ৷ তাতেই ঘরের চাল উড়ে যায় ।

আরও পড়ুন :Hooghly Murder : শারীরিক সম্পর্ক থেকে মুক্তি পেতে সুপারি দিয়ে ওঝাকে খুন, গ্রেফতার দুই

আহতদের মধ্যে রয়েছেন কারখানার মালিক ফিরোজ খান ৷ আর দুই যুবক মহম্মদ মাহমুদ ও মহম্মদ ওয়াকিল সেখানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷ যে দুই শিশু জখম হয়েছে, তারা কারখানার পাশেই খেলছিল ৷ বিস্ফোরণের পর দমকলের একটা ইঞ্জিন আসে ঘটনাস্থলে । প্রথমে ঘটনাস্থলে আসে তেলেনিপাড়া ফাঁড়ি পুলিশ ।

প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরাই আহতদের চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠান ৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । বেআইনি গ্যাস কারবারি ফিরোজ খানকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন :Fake Doctor Arrest : ত্রিবেণীতে গ্রেফতার ভুয়ো দন্ত চিকিৎসক

স্থানীয় বাসিন্দা মহম্মদ সেলিম বলেন, ‘‘বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার সময় কোনও কারণে আগুন লেগে যায় ।’’

ABOUT THE AUTHOR

...view details