ডিসিপি বিদিত রাজ বুন্দেশের বক্তব্য চন্দননগর, 30 জুন:দেড় লক্ষ টাকার বিনিময়ে শিশু বিক্রির অভিযোগ চন্দননগরে । ঘটনায় গ্রেফতার পাঁচ অভিযুক্ত । ধৃতদের মধ্যে চারজন মহিলা ৷ জন্মদিনের পার্টির সুযোগে ওই শিশুটিকে চুরি করা হয় বলে অভিযোগ তার মায়ের ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে মাত্র 5 ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ৷ পরিকল্পনা করেই ছয় মাসের শিশুটিকেকে চুরি করা হয় বলে দাবি চন্দননগর পুলিশ কমিশনারেটের তদন্তকারী অফিসারদের । তবে কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া বড়বাজার বিবির বাগান এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে চুরি যায় শিশু । বৃহস্পতিবার দুপুরে জন্মদিনের খাওয়া দাওয়ায় নাম করে ওই শিশুটির বাবা ও মা'কে ডাকা হয় । এদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পিঙ্কি গুপ্তা নামে অভিযুক্ত এক মহিলার । পরিবারটির সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতাও ছিল তার ৷ সেই সুযোগই নেয় ওই মহিলা ৷
মাঝে মধ্যেই পিঙ্কি আসত ওই ভাড়া বাড়িতে । সেখানে মদ ও মাদকের পার্টি হতো বলেও খবর । বৃহস্পতিবার দুপুরে পিঙ্কির ওই ভাড়া বাড়িতে খাওয়া দাওয়ার পর শিশুটির বাবা সেখান থেকে চলে যায় । কিন্তু শিশুটির মা নেশার ঘোরে পিঙ্কির বাড়িতেই ঘুমিয়ে পড়ে । বিকালে ঘুম ভাঙতে মহিলা দেখেন তাঁর পুত্র সন্তান পাশে নেই ৷ এরপর শিশুটি খোঁজ না মেলায় পুলিশক জানায় তার পরিবার ।
চুঁচুড়া থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করে । প্রথমে অভিযুক্তরা কেউ দোষ শিকার না করলেও পরে সিসিটিভি দেখে পিঙ্কিকে ধরা হয় । তাকে জেরা করে চন্দননগর কমিশনারেটের পুলিশ চুঁচুড়া বড়বাজার ও জোড়াঘাট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে । সেখানে থেকে জানা যায় একটি স্কুটারে শিশুটিকে পিঙ্কিই নিয়ে যায় । সে জানিয়েছে, দেড় লক্ষ টাকার বিনিময়ে চন্দননগরের রমেন দেবনাথ নামে এক ব্যক্তির কাছে সে বিক্রি করে শিশুটিকে । সেই খবর পেয়ে চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্ব একটি টিম চন্দননগরে অভিযান চালায় । চন্দননগর বিবিরহাটে রমেনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় ।
আরও পড়ুন: নাবালিকাদের ঘুরতে নিয়ে যাওয়ার অজুহাতে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তিন যুবক
ঘটনায় রমেন দেবনাথ, পিঙ্কি গুপ্তা, সঙ্গীতা বিশ্বাস, বেবি অধিকারী ও কাকলি চক্রবর্তী নামে পাঁচজনকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করা হয় । চন্দননগর পুলিশের ডিসিপি বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, শিশু নিখোঁজের এই ঘটনা সামনে আসতেই চন্দননগরের কমিশনারেটের একটি টিম তৈরি করা হয় । যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় । সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পিঙ্কিকে গ্রেফতার করা হয় । চার ঘণ্টার মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়, অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয় । পরিকল্পনা করে এই অপরাধ সংগঠিত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷