শ্রীরামপুর , 23 মে : আমফানের দাপটে মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো আজ শ্রীরামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দিলেন পৌর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আজ শ্রীরামপুরে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে একটি অনুষ্ঠানে আসেন ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমফানে মৃত শ্রীরামপুরের চাতরার বাসিন্দা রাজেশ্বর পাল ও লালবাহাদুর শাস্ত্রী রোডের বাসিন্দা উত্তম পাল , চুঁচু্ড়ার সুকান্ত নগরের বাসিন্দা সঞ্জীব পোদ্দার ও বাঁশবেড়িয়া কল্যাণ নগরের বাসিন্দা পরশুরাম যাদবের পরিবারের হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন তিনি। চেক তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন তিনি । শ্রীরামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও , চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর , মন্ত্রী তপন দাশগুপ্ত ও বিধায়করা ।
পরে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায় আমফানে মৃত পরিবারের পাশে থাকার জন্য যে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন , সেই চেক তুলে দেওয়া হল আজ । এখানে কারও ব্যর্থতা নেই । সরকার প্রশাসন , কাউন্সিলররা সবাই ঝাঁপিয়ে পড়ছে । মানুষের পাশে আমরা আছি ।অনেক জায়গায় বিদ্যুৎ নেই । CESC-র সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। যেহেতু অনেক শ্রমিক চলে গেছে , তার ফলে সমস্যা হচ্ছে । চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিক করা যায় । অনেকের কষ্ট হচ্ছে জানি। একটু ধৈর্য ধরতে হবে । ওড়িশার দেড় মাস লেগেছিল । এত বড় ঝড় আসবে সেটা আমরা আশা করিনি । আয়লা ,বুলবুল আমরা দেখেছি । কিন্তু এতবড় ঝড় হবে কেউ ভাবতে পারেনি । ”