শ্রীরামপুর, 15 নভেম্বর : আজ ভোরে বৈদ্যবাটির কাছে দিল্লি রোডের পাশে অবস্থিত এক প্লাইউড কারখানায় আগুন লাগে । দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট কিংবা বাজির আগুন থেকে এই আগুন লেগেছে । হতাহতের কোনও খবর নেই ।
বৈদ্যবাটিতে প্লাইউড কারখানায় আগুন - fire broke out at plywood factory
খবর দেওয়া হয় দমকলবাহিনীকে । খবর দেওয়া হয় পুলিশকেও । প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
বৈদ্যবাটিতে প্লাইউড কারখানায় আগুন
এই কারখানায় প্রায় শখানেক শ্রমিক কাজ করেন । ফিনিসিঙের আগের ইউনিটে আগুন লাগে । তাতে পুরো ইউনিট পুড়ে ছাই হয়ে যায় । কারখানায় জলের ব্যবস্থা থাকায় শ্রমিকরা নিজেরাই তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । দমকলে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে দমকলের 3টি ইঞ্জিন আসে । প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।
পরে শেঁওড়াফুলি ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে আসে । তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় । কত ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনও জানা যায়নি ।