পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতে হুগলির মারুতির ওয়ার্কশপে আগুন, অগ্নিদগ্ধ ডানকুনির প্লাস্টিক কারখানাও - হুগলির মারুতির ওয়ার্কশপে আগুন

শ্রীরামপুরের মারুতির ওয়ার্কশপে অফিসে আগুন লেগে যায়। দমকলের 3 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে একই রাতে ডানকুনির সানিপাড়া এলাকায় আগুন লাগে একটি প্লাস্টিক কারখানায়।

fire at Hooghly in night
রাতে হুগলি

By

Published : Sep 4, 2020, 12:04 AM IST

Updated : Sep 4, 2020, 12:23 AM IST

হুগলি, 3 সেপ্টেম্বর: একরাতে শ্রীরামপুরের মারুতির ওয়ার্কশপ ও ডানকুনির একটি কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। দু'জায়গাতেই দমকল কর্মীদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার রাতে হঠাৎই দিল্লি রোডে মারুতির ওয়ার্কশপে আগুন লেগে যায়। শ্রীরামপুরের এই ওয়ার্কশপের অফিসে আগুন লেগে যায়। দমকলের 3 টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, অফিসের বেশ কিছু কম্পিউটার ও কাগজপত্র পুড়ে যায় আগুনে। দমকলের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে৷

বৃহস্পতিবার রাতে হুগলির দুটি কারখানায় আগুন লাগল৷

অপরদিকে ডানকুনি পুরসভার 2 নং ওয়ার্ডের সানিপাড়া এলাকায় আগুন লাগে একটি প্লাস্টিক কারখানায়। দূরপাল্লার ট্রেনের দরজা, জানলা, টয়লেট তৈরি হয় এই কারখানায়। রাত সাড়ে আটটা নাগাদ ফিবরো প্লাস্টিক ফ্যাক্টরি নামের ওই কারখানাটিতে আগুন লাগে বলে জানান স্থানীয়রা। কারখানায় প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় । ঘটনার খবর পেয়ে দমকলের 2 টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়৷ আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা । ঘটনাস্থলে উপস্থিত হয় ডানকুনি থানার পুলিশও৷ বেশ কিছুক্ষণের চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন৷

Last Updated : Sep 4, 2020, 12:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details