ধনিয়াখালি, 13 এপ্রিল : BJP নেত্রী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে গুড়াপ থানায় FIR দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্র। অসীমার অভিযোগ, তাঁকে লকেট চ্যাটার্জি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তিনি এবিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
তুলে নিয়ে যাওয়ার হুমকি, লকেটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অসীমার - fir
তৃণমূল নেত্রী অসীমা পাত্রর অভিযোগ, BJP নেত্রী লকেট চ্যাটার্জি তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন তিনি। এবিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানাবেন বলেছেন।
অসীমা বলেন, "একজন BJP প্রার্থী কীভাবে বিধায়ক ও মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়? কী করে এই সাহসটা হয়? কী বলতে চাইছে? তুলে নিয়ে গিয়ে মেরে দেবে? BJP পারে গুন্ডামি করতে।" লকেট চ্যাটার্জিকে পালটা চ্যালেঞ্জ করে অসীমা বলেন, "লকেট আসুক। আমি রেডি হয়ে আছি। ধনিয়াখালির মানুষও রেডি হয়ে আছে। এটা বাংলা, যদি এখানে ওরা গুন্ডাগিরি করে, তবে তার জবাব জনগণ 6 তারিখ দেবে বলে তৈরি আছে।"
লকেটকে উদ্দেশ্য করে অসীমা বলেন, "ওকে বীরভূম থেকে তাড়িয়েছে, তাই হুগলিতে এসেছে। এরপর আর কোনো জায়গায় স্থান হবে না। গুড়াপের সভায় BJP-র লোক হচ্ছে না। তাই ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ধনিয়াখালির মানুষ উন্নয়নের সঙ্গে আছেন। সারাবছর তৃণমূলের MLA ও MP মানুষের সঙ্গে থাকেন।"