পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"অসভ্য, বর্বর চরিত্রের মানুষ", রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ শ্রীরামপুর থানায় - FIR against roddur roy in sreerampur police station

রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে আপত্তিকর ভাষায় গান গাওয়ার জন্যই এই অভিযোগ ৷ তৃণমূল ছাত্র পরিষদের দাবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলামের গান বিকৃত করে বাংলার মানুষের মাথা হেঁট করছেন ওই ব্যক্তি ।

FIR against roddur roy
রোদ্দুর রায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ

By

Published : Mar 11, 2020, 7:51 PM IST

শ্রীরামপুর, 11 মার্চ: বেলেঘাটার পর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হল রোদ্দুর রায়ের বিরুদ্ধে ৷ আজ সকালে শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্যারোডি গায়ক রোদ্দুর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে আপত্তিকর ভাষায় গান গাওয়ার জন্যই এই অভিযোগ ৷ তৃণমূল ছাত্র পরিষদের দাবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলামের গান বিকৃত করে বাংলার মানুষের মাথা হেঁট করছেন ওই ব্যক্তি । তাই অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি জানায় তারা ৷

"অসভ্য বর্বর চরিত্রের একজন ব্যক্তি রোদ্দুর রায়," বুধবার শ্রীরামপুর থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর এমনই প্রতিক্রিয়া ছিল তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়ম চট্টোপাধ্যায়ের । তিনি বলেন, "বাংলার সংস্কৃতিকে নষ্ট করার অনেক দিন ধরেই চেষ্টা চলছে । বাঙালি বিদ্বেষী রোদ্দুরের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হল শ্রীরামপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে । আগামী দিনেও আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হয় । স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বিপথে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আপত্তিকর গানের ব্যবহার করেন রোদ্দুর রায় ।"

রোদ্দুর রায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ

এই প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক জেলার BJP সভাপতি শ্যামল ঘোষ বলেন, "যে অভিযোগ জমা পড়েছে তাতে আমাদের সমর্থন আছে ।" কিন্তু স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যে উচ্ছৃঙ্খলতা দেখা যাচ্ছে তার জন্য দায়ি তৃণমূল, মন্তব্য তাঁর ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details