পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Financial Fraud: পুলিশের পরিচয় দিয়ে বৃদ্ধের লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার তিন - Financial fraud

চন্দননগর কুলুপুকুর পঞ্চাননতলার এলাকার রমেশ চট্টোপাধ্যায় নামে বৃদ্ধের সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণা হয় (Financial fraud) ৷

Financial fraud news
চন্দননগর পুলিশের পরিচয়ে বৃদ্ধকে লক্ষাধিক টাকার প্রতারণার ছক

By

Published : Jul 26, 2022, 10:17 PM IST

চন্দননগর, 26 জুলাই: পুলিশের পরিচয় দিয়ে চন্দননগরের এক বৃদ্ধের সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণা (Financial fraud)। মহিলাকে শীলতাহানি অভিযোগে বৃদ্ধের কাছে পাঁচলক্ষ টাকা দাবি করা হয় বলে জানা যায় । ঘটনাটি চন্দননগর কুলুপুকুর পঞ্চাননতলার এলাকার । বৃদ্ধের নাম রমেশ চট্টোপাধ্যায় ৷ বয়স 72 বছর । হরিধাম অ্যাপার্টমেন্ট থাকতেন । তাঁর ছেলে চাকরি সূত্রে পরিবার নিয়ে লন্ডনে থাকেন । দীর্ঘদিন ধরে স্থানীয় এক বন্ধু রুনু দাশগুপ্ত মাঝে মধ্যেই বাড়িতে আসতেন । তাঁর পালিতা কন্যা মধুমিতা পাল নাড়ুয়া মেন রোডে থাকেন । দুই একবার তিনি রমেশবাবুর ফ্ল্যাটে আসেন । কয়েকবার ছবি তুলেছেন ওই মহিলা । 14 জুলাই চুঁচুড়া কোর্টের এক মহুরি তারকনাথ কুণ্ডু পুলিশের অফিসার পরিচয় দিয়ে রমেশবাবুর বিরুদ্ধে থানায় মহিলাকে শীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে ।

মামলার ভয় দেখায় ওই অফিসার । সেই সঙ্গে লন্ডনে ছেলেকে এই ঘটনার জানানোর কথাও বলে । তখনও কিছু জানতেন না ওই বৃদ্ধ । আত্মসম্মানের কথা ভেবে ভয় পেয়ে যান তিনি ।

আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রের খবর, চন্দননগর পুলিশ অফিসারের পরিচয়ে দিয়ে কেস মিটিয়ে নেওয়ার জন্য 5 লক্ষ টাকার দাবি করে বৃদ্ধের কাছে । মোট এক লক্ষ নব্বই হাজার টাকা নেওয়া হয় । গত 22 জুলাই রমেশ চট্টোপাধ্যায় চন্দননগর থানায় পুরো ঘটনাটি জানান । তারপরই পুলিশের কথায় ফটক গোড়ায় আবারও টাকা দিতে যায় রমেশবাবু । সেই ফাঁদ পেতে হাতে নাতে ধরা পরে 'জাল' পুলিশ তারক কুণ্ডু ।

পুলিশের পরিচয় দিয়ে বৃদ্ধের লক্ষাধিক টাকার প্রতারণা

চন্দননগর পুলিশ তদন্ত নেমে জানতে পারে বন্ধু রুনু দাশগুপ্ত, মহুরি তারক কুণ্ডু ও মহিলা মধুমিতা এই প্রতারণার সঙ্গে যুক্ত । তিনজনকে পুলিশি হেফাজতে নিয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করে এক লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করা হয় । মঙ্গলবার তিনজনকে চন্দননগর আদালতে তোলা হয় । বৃদ্ধের এক পরিচিত কুমোদরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, "রুনু আগে মাঝে মধ্যেই ওনার বাড়িতে আসত । রমেশদার টাকা পয়সা আছে বলে জানত রুনু । একদিন চেঁচামেচি শুনেছিলাম । তবে রমেশদা আমাদের কিছু বলেননি ।"

ABOUT THE AUTHOR

...view details