পাণ্ডুয়া, 16 জানুয়ারি : পাণ্ডুয়া মেলাকে ঘিরে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ শুক্রবার সন্ধের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল পান্ডুয়ার কল বাজার মোড়ে ৷ ঘটনায় এক তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ বিজেপির দাবি, পুরো ঘটনাই ভিত্তিহীন ৷
ঘটনার সূত্রপাত, পাণ্ডুয়া মাঘ মেলার আয়োজনকে কেন্দ্র করে৷ বৃহস্পতিবার মেলা উপলক্ষ্যে বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়৷ সেখানেই আগের বছরের মেলার হিসাব চেয়ে বসে বিজেপি পক্ষ ৷ গন্ডগোলের শুরু সেখান থেকেই ৷ উত্তেজনা বাড়তে থাকায় পরের দিনও বৈঠক ডাকা হয়৷ তৃণমূলের দাবি , শুক্রবার বৈঠক শেষে বিডিও অফিস যাওয়ার পথে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা৷ বেধড়ক মারধরেরও অভিযোগ করা হয়৷ মারধরের প্রতিবাদে জি টি রোডে টায়ার জ্বালিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে উপস্থিত হয় পাণ্ডুয়া থানার পুলিশ৷