পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাণ্ডুয়া মেলাকে ঘিরে হাতাহাতি, পথ অবরোধ তৃণমূলের

শুক্রবার পাণ্ডুয়া মেলাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতি লেগে যায় ৷ বিজেপিকে কাঠগোড়ায় তুলে জি টি রোডে টায়ার জ্বালিয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখায় শাসকদল ৷ পাণ্ডুয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

বিক্ষোভ তৃণমূল কর্মীদের
বিক্ষোভ তৃণমূল কর্মীদের

By

Published : Jan 16, 2021, 8:24 AM IST

পাণ্ডুয়া, 16 জানুয়ারি : পাণ্ডুয়া মেলাকে ঘিরে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ শুক্রবার সন্ধের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল পান্ডুয়ার কল বাজার মোড়ে ৷ ঘটনায় এক তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ বিজেপির দাবি, পুরো ঘটনাই ভিত্তিহীন ৷

ঘটনার সূত্রপাত, পাণ্ডুয়া মাঘ মেলার আয়োজনকে কেন্দ্র করে৷ বৃহস্পতিবার মেলা উপলক্ষ্যে বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়৷ সেখানেই আগের বছরের মেলার হিসাব চেয়ে বসে বিজেপি পক্ষ ৷ গন্ডগোলের শুরু সেখান থেকেই ৷ উত্তেজনা বাড়তে থাকায় পরের দিনও বৈঠক ডাকা হয়৷ তৃণমূলের দাবি , শুক্রবার বৈঠক শেষে বিডিও অফিস যাওয়ার পথে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা৷ বেধড়ক মারধরেরও অভিযোগ করা হয়৷ মারধরের প্রতিবাদে জি টি রোডে টায়ার জ্বালিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে উপস্থিত হয় পাণ্ডুয়া থানার পুলিশ৷

বিজেপির বিরূদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীর

আরও পড়ুন :কন্যাশ্রী না পেয়ে দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ

বিজেপির বিরূদ্ধে তৃণমূলের অভিযোগ,পান্ডুয়া পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মাধব ঘোষ, পান্ডুয়া পঞ্চায়েতের বর্তমান সদস্য মঞ্জুর হোসেন সহ পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন ব্লক সভাপতি আনিসুল ইসলাম সহ তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয় ৷

বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে পান্ডুয়া মণ্ডল সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মাধব ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে মেলার হিসেব দেওয়াকে কেন্দ্র করে । তাঁদের মারধর করা হয়নি। কথা কাটাকাটি ধাক্কা-ধাক্কি হয়েছে । পরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই । আমরাও চাই মেলা হোক । ওনারা মিথ্যা অভিযোগ করছেন আমাদের বিরুদ্ধে ।"

ABOUT THE AUTHOR

...view details